ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে জেলে রেখে জনগণ নির্বাচন করতে দেবেন না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আজ জনতার কাছে এক মূর্তিমান ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। তাদের প্রতি না আছে কোনও গণসমর্থন,না আছে জনগণের ভালবাসা ও আস্থা । তিনি বুধবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে নবগঠিত জেলা বিএনপি কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে এ দেশের জনগণ কোনও নির্বাচন করতে দেবেন না মন্তব্য করে তিনি বলেন, মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সরকার বিএনপির নেত্রীকে ছাড়তে ভয় পাচ্ছে, টালবাহানা করছে। তাদের ভয়ের একটি কারণ, হ্যামিলনের বংশীবাদকের মতো কারাগার থেকে বেরিয়ে জনগণের মধ্যে নেমে এসে, যদি বাঁশি বাজিয়ে জনতাকে ডাক দেয় তবে পৃথিবীর কোনও শক্তি নেই তাকে রোধ করে রাখে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল উল্লেখ করেন,তিনি শুধু তিন তিনবারের প্রধানমন্ত্রীই নন,তিনি মুক্তিযুদ্ধের জন্য অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন। তিনি বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন করার আহবান জানান। অন্যথায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন,মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণায় আমাদের সমর্থন আছে কিন্তু মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সংসদ সদস্য বদিকে বাদ দিয়ে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে সরকার।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এ বাজেটে ৫৬ হাজার কোটি টাকা জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের কোনও স্বাধীনতা দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু রাজনীতিবিদই নয় এদেশে কোনও জনসাধারণই নিরাপদ নয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে জেলে রেখে জনগণ নির্বাচন করতে দেবেন না: ফখরুল

আপডেট সময় ০৯:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আজ জনতার কাছে এক মূর্তিমান ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। তাদের প্রতি না আছে কোনও গণসমর্থন,না আছে জনগণের ভালবাসা ও আস্থা । তিনি বুধবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে নবগঠিত জেলা বিএনপি কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে এ দেশের জনগণ কোনও নির্বাচন করতে দেবেন না মন্তব্য করে তিনি বলেন, মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সরকার বিএনপির নেত্রীকে ছাড়তে ভয় পাচ্ছে, টালবাহানা করছে। তাদের ভয়ের একটি কারণ, হ্যামিলনের বংশীবাদকের মতো কারাগার থেকে বেরিয়ে জনগণের মধ্যে নেমে এসে, যদি বাঁশি বাজিয়ে জনতাকে ডাক দেয় তবে পৃথিবীর কোনও শক্তি নেই তাকে রোধ করে রাখে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল উল্লেখ করেন,তিনি শুধু তিন তিনবারের প্রধানমন্ত্রীই নন,তিনি মুক্তিযুদ্ধের জন্য অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন। তিনি বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন করার আহবান জানান। অন্যথায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন,মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণায় আমাদের সমর্থন আছে কিন্তু মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সংসদ সদস্য বদিকে বাদ দিয়ে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে সরকার।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এ বাজেটে ৫৬ হাজার কোটি টাকা জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের কোনও স্বাধীনতা দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু রাজনীতিবিদই নয় এদেশে কোনও জনসাধারণই নিরাপদ নয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।