ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে নালিশ দায়িত্বশীল আচরণ নয়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে নালিশ জানানো কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণ নয়। আমরা তো ক্ষমতার জন্য ভারতে যাইনি। আমরা ভারতে গিয়ে তিস্তার কথা বলেছি, রোহিঙ্গা সমস্যা, আমাদের জাতীয় স্বার্থ নিয়ে কথা বলেছি। বিএনপি জাতীয় স্বার্থ নিয়ে কি কোনো কথা বলেছে? তারা গেছে ইলেকশনে তাদের সাহায্য চাইতে এবং নালিশ করতে। দেশে বসেও নালিশ, বিদেশে গেলেও নালিশ। কথায় কথায় অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বিদেশিদের কাছে নালিশ করা দেশের জন্য শুভ নয়। এটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না।

বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের ভারত সফর নিয়ে এসব কথা বলেন তিনি।

সূত্র জানায়,সম্প্রতি ভারত সফর করে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,তারা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দেশটির ‘দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন দেখেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপিকে নিয়ে ‘অপপ্রচারের’ কথা ভারতের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি।

এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের জনগণ যে রায় দেবে, সেই ক্ষমতায় আসবে। এখানে ভারত কি আমাদের দেশের জনগণকে প্রভাবিত করবে? আমার তো মনে হয় না। এখানে কোনো বিদেশি শক্তির নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আর ভারত এ পর্যন্ত আমার জানা মতে কখনও হস্তক্ষেপ করেনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিএমএইচের চেয়ে ভালো ব্যবস্থা বাংলাদেশের কোথায় আছে? বঙ্গবন্ধুতেও অভিজ্ঞ চিকিৎসক আছে, তারপরও যেহেতু তারা চান না, তাহলে সবচেয়ে ভালো যে হাসপাতাল আছে, বাংলাদেশে সেটা হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল।

সিএমএইচে নেয়ার প্রস্তাব গ্রহণ করতে বিএনপিকে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের প্রত্যাখ্যান করা উচিত নয়, যদি তারা চিকিৎসা চান। আর যদি রাজনীতি করতে চান সেটা ভিন্ন কথা।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের জোট শরিকদের আসন বেশি চাওয়ার খবর প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশের উত্তরে তিনি বলেন, এই ব্যাপারে এখনও দলীয় পর্যায়ে আলোচনা শুরু করিনি। নেত্রী বিদেশ থেকে ফিরেছেন, আমরা ঈদের পরে এসব নিয়ে ভাবনাচিন্তা করব। অবশ্যই উইনেবল প্রার্থী হতে হবে, সে যে দলেই হোক। আমরা হারার জন্য মনোনয়ন দেব না। সে আওয়ামী লীগের হোক বা শরিক কেউ হোক। তবে আগেভাগে এ বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে নালিশ দায়িত্বশীল আচরণ নয়: কাদের

আপডেট সময় ০৭:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে নালিশ জানানো কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণ নয়। আমরা তো ক্ষমতার জন্য ভারতে যাইনি। আমরা ভারতে গিয়ে তিস্তার কথা বলেছি, রোহিঙ্গা সমস্যা, আমাদের জাতীয় স্বার্থ নিয়ে কথা বলেছি। বিএনপি জাতীয় স্বার্থ নিয়ে কি কোনো কথা বলেছে? তারা গেছে ইলেকশনে তাদের সাহায্য চাইতে এবং নালিশ করতে। দেশে বসেও নালিশ, বিদেশে গেলেও নালিশ। কথায় কথায় অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বিদেশিদের কাছে নালিশ করা দেশের জন্য শুভ নয়। এটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না।

বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের ভারত সফর নিয়ে এসব কথা বলেন তিনি।

সূত্র জানায়,সম্প্রতি ভারত সফর করে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,তারা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দেশটির ‘দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন দেখেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপিকে নিয়ে ‘অপপ্রচারের’ কথা ভারতের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি।

এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের জনগণ যে রায় দেবে, সেই ক্ষমতায় আসবে। এখানে ভারত কি আমাদের দেশের জনগণকে প্রভাবিত করবে? আমার তো মনে হয় না। এখানে কোনো বিদেশি শক্তির নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আর ভারত এ পর্যন্ত আমার জানা মতে কখনও হস্তক্ষেপ করেনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিএমএইচের চেয়ে ভালো ব্যবস্থা বাংলাদেশের কোথায় আছে? বঙ্গবন্ধুতেও অভিজ্ঞ চিকিৎসক আছে, তারপরও যেহেতু তারা চান না, তাহলে সবচেয়ে ভালো যে হাসপাতাল আছে, বাংলাদেশে সেটা হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল।

সিএমএইচে নেয়ার প্রস্তাব গ্রহণ করতে বিএনপিকে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের প্রত্যাখ্যান করা উচিত নয়, যদি তারা চিকিৎসা চান। আর যদি রাজনীতি করতে চান সেটা ভিন্ন কথা।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের জোট শরিকদের আসন বেশি চাওয়ার খবর প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশের উত্তরে তিনি বলেন, এই ব্যাপারে এখনও দলীয় পর্যায়ে আলোচনা শুরু করিনি। নেত্রী বিদেশ থেকে ফিরেছেন, আমরা ঈদের পরে এসব নিয়ে ভাবনাচিন্তা করব। অবশ্যই উইনেবল প্রার্থী হতে হবে, সে যে দলেই হোক। আমরা হারার জন্য মনোনয়ন দেব না। সে আওয়ামী লীগের হোক বা শরিক কেউ হোক। তবে আগেভাগে এ বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দেন তিনি।