অাকাশ জাতীয় ডেস্ক:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি সৈনিক আরজান হাওলাদার ও সৈনিক মোহাম্মদ রিপুল মিয়ার লাশ দেশে এসেছে।
শুক্রবার ঢাকা সেনানিবাসে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা জানাজায় অংশ নেন।
জানাজার পর সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার শহীদদের সম্মানে তাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়। প্রয়াত দুই শহীদ সেনাসদস্যের মরদেহ আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
গত ২৬ মে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন তারা। রাস্তায় ইয়ালোকে নামক স্থানে কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সৈনিক আরজান হাওলাদার ও সৈনিক মোহাম্মদ রিপুল মিয়া ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় আরও দুইজন আহত হন। তারা দেশটির রাজধানী ব্যাঙ্গুই শহরে চিকিৎসাধীন আছেন। নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য।
আকাশ নিউজ ডেস্ক 



















