অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো তাই আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতা করবে জাতীয় পার্টি। এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার সকালে রংপুরে নিজ নির্বাচনী এলাকা পরিদর্শন শেষে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের একথা বলেন তিনি। খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে মানুষের মনে সন্দেহ আছে। আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে পরাজয় বরণ করতে চাই না। এখন গাজীপুর নির্বাচন হচ্ছে, সেখানে বিএনপিকে নামতেই দিচ্ছে না। তারা দু’টা নির্বাচনে জয়ী হবে বলে আমার মনে হয়। সরকার অনেক উন্নতি করেছে। রাস্তার সবাই বলবে। তারা সমুদ্র, আকাশ জয় করেছে কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















