অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গ্রিন হাউস গ্যাস কার্বন ও মিথেন শনাক্তকরণে বার্ষিক ১০ মিলিয়ন ডলার ব্যয়ে পরিচালিত নাসার একটি কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব গ্যাস বৈশ্বিক উঞ্চায়নের কারণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান। খবর এএফপির।
কার্বনের উৎস ও পরিমাণ নির্ণয়ে এবং পৃথিবী বায়ুমণ্ডলে কার্বনের প্রবাহ শনাক্ত ও হাইরেজুলেশন মডেল তৈরির জন্য পরিচিত কার্বন মনিটরিং সিস্টেম (সিএমএস) কার্যক্রম বাতিল করা হয়েছে। সায়েন্স জার্নালে প্রথম এ রিপোর্ট প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিএমএস কার্যক্রম বন্ধ করে দেয়। জার্নালে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতা এবং বিজ্ঞান বাজেটে উচ্চ অগ্রাধিকারের বাইরে এ কার্যক্রম বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 






















