অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর দারুসসালাম এলাকা থেকে শাহানা আলম খান বিউটি (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে দারুসসালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিউটি লালকুঠি এলাকার ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামী মো. কামাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন।
দারুসসালাম থানার ডিউটি অফিসার আনোয়ারুল হুদা জানান, শনিবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় বিউটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 



















