অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীতে অতিরিক্ত ওজনের কারণে বাথরুমের হাই কমোডে আটকা পড়েছিলেন বয়স্ক এক নারী। পরে জরুরি সেবার জাতীয় হেল্প ডেস্ক ৯৯৯ নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।
শুক্রবার রাত সোয়া ১২টার দিকে উত্তরার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী অতিরিক্ত ওজন জনিত সমস্যায় ভুগছিলেন। রাতে বাথরুমে গিয়ে কমোডের এক পাশ ও দেওয়ালের মধ্যে পড়ে আটকে যান তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান তারা। এর কিছুক্ষণ পরই উদ্ধারকারী দল এসে তার স্ত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















