ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর

ভ্যাটিকানের ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিচার শুরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার ক্যাথলিক চার্চের শীর্ষ পর্যায়ের ধর্মযাজক ও ভ্যাটিকান কোষাধ্যক্ষ কার্ডিনেল জর্জ পেলের বিরুদ্ধে ঐতিহাসিক যৌন নির্যাতনের অভিযোগে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার কার্ডিনাল পেল আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করেনি। তিনি বার বার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মঙ্গলবার মেলবোর্নের একটি ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারক বলেছেন, কিছু অভিযোগের প্রেক্ষিতে এই মামলা চালানোর জন্য আদালতের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তবে সব অভিযোগের বিষয়ে নয়।

ম্যাজিস্ট্রেট বেলিন্দা ওয়ালিংটন বলেন, ‘অর্ধেক অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। যা বিচার প্রক্রিয়া চালানোর জন্য যথেষ্ট।’

৭৬ বছর বয়সী কার্ডিনাল পেল অস্ট্রিলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ একজন ক্যাথলিক এবং ভ্যাটিকানের একজন ক্ষমতাবান কর্মকর্তা।

কার্ডিনাল পেল চার্চের তৃতীয় সর্বোচ্চ ধর্মযাজক। গত বছর তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর ভ্যাটিকান থেকে তাকে ছুটি দেয়া হয় নিজের দেশে গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য।

মঙ্গলবার মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করার প্রচুর পুলিশি পাহাড়া ছিল। আদালতের বাইরে প্রচুর গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ ছিল।

কার্ডিনাল পেলের বিরুদ্ধে যেসব অভিযোগ

একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত বছরের জুনে কার্ডিনাল পেলকে গ্রেপ্তার করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পুলিশ। এসব অভিযোগকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে পুলিশ।

আদালতের প্রাথমিক শুনানিতে ৩০ জন এই ধর্মযাজকের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। ১৯৯০ সালে মেলবোর্নের প্রধান গির্জায় যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছিলেন বলে আদালতের উন্মুক্ত শুনানিতে একটি অভিযোগ আনা হয়।

১৯৭০ সালে ভিক্টোরিয়ার অঙ্গরাজ্যের একটি সিনেমা হল এবং একটি সুইমিং পুলেও তিনি যৌন নির্যাতন করেছে বলেও অভিযোগ আনা হয়। কিন্তু কার্ডিনাল পেল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

গত বছর তিনি বলেন, ‘এসব অভিযোগের সঙ্গে আমি জড়িত নই। সব মিথ্যা অভিযোগ। যৌন নির্যাতনের বিষয়টিকেই আমি ঘৃণা করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

ভ্যাটিকানের ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিচার শুরু

আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার ক্যাথলিক চার্চের শীর্ষ পর্যায়ের ধর্মযাজক ও ভ্যাটিকান কোষাধ্যক্ষ কার্ডিনেল জর্জ পেলের বিরুদ্ধে ঐতিহাসিক যৌন নির্যাতনের অভিযোগে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার কার্ডিনাল পেল আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করেনি। তিনি বার বার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মঙ্গলবার মেলবোর্নের একটি ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারক বলেছেন, কিছু অভিযোগের প্রেক্ষিতে এই মামলা চালানোর জন্য আদালতের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তবে সব অভিযোগের বিষয়ে নয়।

ম্যাজিস্ট্রেট বেলিন্দা ওয়ালিংটন বলেন, ‘অর্ধেক অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। যা বিচার প্রক্রিয়া চালানোর জন্য যথেষ্ট।’

৭৬ বছর বয়সী কার্ডিনাল পেল অস্ট্রিলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ একজন ক্যাথলিক এবং ভ্যাটিকানের একজন ক্ষমতাবান কর্মকর্তা।

কার্ডিনাল পেল চার্চের তৃতীয় সর্বোচ্চ ধর্মযাজক। গত বছর তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর ভ্যাটিকান থেকে তাকে ছুটি দেয়া হয় নিজের দেশে গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য।

মঙ্গলবার মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করার প্রচুর পুলিশি পাহাড়া ছিল। আদালতের বাইরে প্রচুর গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ ছিল।

কার্ডিনাল পেলের বিরুদ্ধে যেসব অভিযোগ

একাধিক অভিযোগের প্রেক্ষিতে গত বছরের জুনে কার্ডিনাল পেলকে গ্রেপ্তার করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পুলিশ। এসব অভিযোগকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে পুলিশ।

আদালতের প্রাথমিক শুনানিতে ৩০ জন এই ধর্মযাজকের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। ১৯৯০ সালে মেলবোর্নের প্রধান গির্জায় যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছিলেন বলে আদালতের উন্মুক্ত শুনানিতে একটি অভিযোগ আনা হয়।

১৯৭০ সালে ভিক্টোরিয়ার অঙ্গরাজ্যের একটি সিনেমা হল এবং একটি সুইমিং পুলেও তিনি যৌন নির্যাতন করেছে বলেও অভিযোগ আনা হয়। কিন্তু কার্ডিনাল পেল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

গত বছর তিনি বলেন, ‘এসব অভিযোগের সঙ্গে আমি জড়িত নই। সব মিথ্যা অভিযোগ। যৌন নির্যাতনের বিষয়টিকেই আমি ঘৃণা করি।’