অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের কবলে পড়ে চান্দনা রওশন সড়ক এলাকায় একটি বাড়িতে বেড়াতে আসা এক স্কুলছাত্রী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে প্রচণ্ডবেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে সিটি কর্পোরেশনের চান্দনা রওশন সড়ক এলাকায় সফি টেক্সটাইল মিলের ছাদের ওপর নির্মিত টিনশেডের চালা উড়ে যায়। ঝড়ে ওই চালাটি কারখানার নিচে জাকিরের বাড়িতে গিয়ে পড়ে। এতে ওই বাড়িতে বেড়াতে আসা স্কুলছাত্রী নাসরিন আক্তার জোসনা (১৭) নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
নাসরিন আক্তার জোছনা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ও স্থানীয় ছায়েদ আলীর বাড়ির ভাড়াটিয়া। শনিবার সকালে স্থানীয় জাকিরের বাড়ির এক ভাড়াটিয়া বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিল জোছনা।
স্থানীয়রা জানায়, ঝড়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা, জেলা শহর ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জেলা শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় দুটি গাছ ভেঙে পড়ে। এতে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন বন্ধ থাকে।
এছাড়া ঝড়ে জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস, চতুর্থ শ্রেণির কর্মচারীদের কার্যালয় এবং রথখোলা সড়কে স্টেডিয়ামের পাশে বেশ কয়েকটি বাসাবাড়ির টিনের চালা উড়ে যায়।
এদিকে কালবৈশাখী ঝড়ে গাজীপুরে বিভিন্ন স্থানে উঠতি ফসল ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
জয়দেবপুর খানার ওসি আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত না করে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন নিহত ছাত্রীর মা।
আকাশ নিউজ ডেস্ক 























