ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি

সদ্যপ্রয়াত কিংবদন্তি শ্রীদেবী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত

আকাশ বিনোদন ডেস্ক:

শুক্রবার ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ঘষণাই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। এটা প্রথম, যে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র মরণোত্তর পুরস্কার পেলেন তিনি।

দুপুরে নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল বছর মুক্তি পাওয়া `মম` ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ভূষিত হয়েছেন শ্রীদেবী, তিনি গত ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে এহোলোক ত্যাগ করেন। বর্ণিল চলচ্চিত্র জীবনে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় পুরস্কার এবারই প্রথম পেলেন শ্রীদেবী, তবে সেটা তিনি দেখে যেতে পারলেন না।

এবার শ্রীদেবীর মতো মরণোত্তর পুরস্কার পায়েছেন আরেকজন, বিনোদ খান্না। গত বছর মৃত্যুবরণকারী এ অভিনেতাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা `দাদাসাহেব ফালকে` পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

বাঙালি অভিনেতা রিদ্ধি সেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। `নগর কীর্তন` ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পান তিনি।

এছাড়া অন্য পুরস্কারগুলোর মধ্যে সেরা ছবির পুরস্কার পেয়েছে আসামের ছবি `ভিলেজ রকস্টার`। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন `ভয়ানকম` নির্মাতা জয়রাজ। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যথাক্রমে ফরহাদ ফজিল (থন্ডিমুথালাম দৃকসাকশিয়াম) ও দিব্যা দত্ত (ইরাদা)। সেরা শিশু শিল্পীর পুরস্কার উঠেছে `ভিলেজ রকস্টার` ছবির ভানিতা দাসের হাতে।

এছাড়াও সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে `বাহুবলি: দ্য কনক্লুশন`। সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে `টয়লেট এক প্রেম কথা ছবির ‘গোরি তু লটঠ মার’ গানটি। `মম` ছবির আবহ সুরের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন এ আর রহমান।

উল্লেখ্য, আগামী ৩ মে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ী বা তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

সদ্যপ্রয়াত কিংবদন্তি শ্রীদেবী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত

আপডেট সময় ১১:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

শুক্রবার ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ঘষণাই সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। এটা প্রথম, যে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র মরণোত্তর পুরস্কার পেলেন তিনি।

দুপুরে নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল বছর মুক্তি পাওয়া `মম` ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ভূষিত হয়েছেন শ্রীদেবী, তিনি গত ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে এহোলোক ত্যাগ করেন। বর্ণিল চলচ্চিত্র জীবনে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় পুরস্কার এবারই প্রথম পেলেন শ্রীদেবী, তবে সেটা তিনি দেখে যেতে পারলেন না।

এবার শ্রীদেবীর মতো মরণোত্তর পুরস্কার পায়েছেন আরেকজন, বিনোদ খান্না। গত বছর মৃত্যুবরণকারী এ অভিনেতাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা `দাদাসাহেব ফালকে` পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

বাঙালি অভিনেতা রিদ্ধি সেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। `নগর কীর্তন` ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পান তিনি।

এছাড়া অন্য পুরস্কারগুলোর মধ্যে সেরা ছবির পুরস্কার পেয়েছে আসামের ছবি `ভিলেজ রকস্টার`। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন `ভয়ানকম` নির্মাতা জয়রাজ। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন যথাক্রমে ফরহাদ ফজিল (থন্ডিমুথালাম দৃকসাকশিয়াম) ও দিব্যা দত্ত (ইরাদা)। সেরা শিশু শিল্পীর পুরস্কার উঠেছে `ভিলেজ রকস্টার` ছবির ভানিতা দাসের হাতে।

এছাড়াও সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে `বাহুবলি: দ্য কনক্লুশন`। সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে `টয়লেট এক প্রেম কথা ছবির ‘গোরি তু লটঠ মার’ গানটি। `মম` ছবির আবহ সুরের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন এ আর রহমান।

উল্লেখ্য, আগামী ৩ মে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ী বা তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।