অাকাশ জাতীয় ডেস্ক:
১৯৯৩ সালে ১৪০০ সাল উদযাপনে সে সময়ের ক্ষমতাসীন বিএনপি সরকারের বাঁধা দানের বিষয়টি তুলে ধরেন শেখ হাসিনা। বাঙালিত্বে বাঁধা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরই শুরু হয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রী।
বলেন, ‘কেবল বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাই ধ্বংস করা হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা পরাজিত শক্তির আদর্শেই দেশকে গড়ে তোলার চেষ্টা করেছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৩ সালে আমরা যখন ১৪০০ সালে পদার্পণ করব, আমরা নতুন শতাব্দীকে বরণ করার জন্য একটা কর্মসূচি ঘোষণা দেই, এবং আমরা একটা জাতীয় কমিটি গঠন করি। কবি সুফিয়া কামালকে প্রধান করে নতুন শতাব্দীকে বরণ করতে আমরা একটা অনুষ্ঠানসূচি দেই।’
‘সেই সময় ক্ষমতায় ছিল খালেদা জিয়া, বিএনপি। বিএনপি আমাদেরকে বাংলা নববর্ষ উদযাপন করতে তো দেবেই না, এমনকি নতুন শতাব্দীতে যে আমরা পদার্পণ করতে যাচ্ছি, সেটাও উদযাপন করতে দেবে না।’
‘তারা ব্যাপকভাবে আমাদেরকে বাধা দিল। বাংলা নববর্ষ উদযাপনকে বাধাগ্রস্ত করার জন্য তারা একটা ধর্মীয় আবরণ দেয়ার চেষ্টা করল।’
‘১৩০০ সাল পার হয়ে আমরা ১৪০০ সালে পদার্পণ করব, সেখানে যে এটি পালনে বাধা আসবে, সেটা আমরা ভাবতেই পরিনি। সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু খালেদা জিয়া নির্দেশ দিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঢুকতে পারব না।’
তবে বিএনপি সরকারের বাধা উপেক্ষা করেই সে সময় নববর্ষ উদযাপন হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘বাঙালি তো বাঁধা মানে না। বাঁধা অতিক্রম করে এগিয়ে যেতে আমরা জানি। সে সময় আমরা বেগম সুফিয়া কামলাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে নববর্ষ উদযাপন করেছিলাম এবং নতুন শতাব্দীকে আমরা বরণ করে নিতে পেরেছিলাম।’
আকাশ নিউজ ডেস্ক 



















