অাকাশ জাতীয় ডেস্ক:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বিএনপি ‘গণতান্ত্রিক সরকার’ প্রতিষ্ঠার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি নেতা বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন যেমন যৌক্তিক, তেমনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনও যৌক্তিক। আর এই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় মোশাররফ হোসেন এসব কথা বলেন। ‘খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও গণতন্ত্র উত্তরণে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ‘নাগরিক কণ্ঠ’ নামে বিএনপিপন্থী একটি সংগঠন।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে একাধিকবার কর্মসূচিতে নেমে পিছু হটেছে শিক্ষার্থীদের একাংশ। তবে এবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আর এই আন্দোলনে দেশের প্রায় সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই যোগ দেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আগ্রহী না হলেও তারাও রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে।
আর গত রবিবার থেকে টানা আন্দোলনের মুখে বুধবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে কোটা তুলে দেয়ার পক্ষেই মত দেন প্রধানমন্ত্রী।
বিএনপি নেতা মোশাররফ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক হওয়ায় সরকার তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। এটা সরকারের জন্য পরাজয়।’
২০১৩ থেকে ২০১৪ এবং পরে ২০১৫ সালে দুই দফা ব্যর্থ হওয়া এবং খালেদা জিয়াকে মুক্ত করতে চলমান আন্দোলনে ‘অসফল’ বিএনপি এই ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নিয়েছে বলেও জানান মোশাররফ। বলেন, ‘আমরা গত তিনদিন ছাত্রদের আন্দোলন দেখেছি। অতীতে বাংলাদেশ মানুষ দেখিয়েছে এরশাদবিরোধী আন্দোলন, আইয়ুব খান বিরোধী আন্দোলনে, ভবিষ্যতেও তারা দেখাবে।’
‘আমাদের আন্দোলন জনগণের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমাদের আন্দোলন।’
‘এদেশের সকল মানুষের স্বার্থ এখানে জড়িত। এগুলোর সঙ্গে সরাসরি জনগণ জড়িত। জনগণ আন্দোলনের জন্য সময়ের অপেক্ষা করছে। ইনশাল্লাহ আমরা অত্যন্ত আশান্বিত। জনগণ যেদিন সময় অনুভব করবে, সেদিন দেখিয়ে দেয়া হবে।’
কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে মোশাররফ বলেন, ‘এই আন্দোলনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমর্থন দেওয়া অন্যায় কিছু নয়। বর্তমান কোটা ব্যবস্থায় চাকরি প্রত্যাশীদের সঙ্গে অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। সরকারই এ বৈষম্য করে আসছে। কিন্তু অবশেষে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তারা হার মেনেছে।’
সংগঠনের সভাপতি রামিজ খানের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, দৈনিক আমার দেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















