অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে পেশাদার ব্যক্তিরাই হামলা চালিয়েছিল। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ভিসির বাড়িতে যেভাবে এবং যে কায়দায় ভাঙচুর করা হয়েছে সেটা শুধু পেশাদাররাই করতে পারে। সিসিটিভি ক্যামেরা খুলে নেয়ার পাশাপাশি এর হার্ডডিস্কও যে কায়দায় খুলে নেয়া হয়েছে তাতে আমাদের মনে হয় এটা অবশ্যই পেশাদার ব্যক্তির কাজ।
প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, মামলার তদন্তকাজ চলছে। আমাদের প্রশিক্ষিত, মেধাবী কর্মকর্তারা এ মামলাগুলোর তদন্ত করছেন।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে বাসভবনের মূল গেট ভেঙে সামনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া বাসভবনের ভেতর তছনছ ও ব্যাপক ভাঙচুর করে বাইরে আগুন ধরিয়ে দেয়।
আকাশ নিউজ ডেস্ক 



















