অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি মহাসচিবের মায়ের মৃত্যুতে শোক জানাতে মির্জা ফখরুলকে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফোনে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বৃহস্পতিবার বেলা ১২টার ৪০ মিনিটের দিকে সেতুমন্ত্রী বিএনপি মহাসচিবকে ফোন করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মির্জা ফখরুলের মা ফাতেমা বেগম কয়েকদিন ধরে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই খবর শোনার পরই বিএনপি মহাসচিবকে ফোন করেন ওবায়দুল কাদের। ফোনে সেতুমন্ত্রী বলেন, ‘মায়ের মৃত্যুর বেদনাটা আমি জানি। কারণ কয়েকদিন আগে আমার মা মারা গেছেন।’
ফখরুলকে সমবেদনা জানিয়ে কাদের বলেন, ‘আপনার মায়ের মৃত্যুতে আওয়ামী লীগ শোক জানায়। দ্রুত যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এটা প্রত্যাশা করছি।’
এ সময় মাকে কোথায় সমাহিত করা হবে তা জানতে চান কাদের। জবাবে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাফন করা হবে বলে জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















