অাকাশ জাতীয় ডেস্ক:
নারী শিক্ষার্থীরা কোটা চায় না,তারা কোটা সংস্কার চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে প্রধানমন্ত্রী সংসদে প্রশ্ন উত্তর পর্বে এসব কথা বলেন।
তিনি বলেন, নারী শিক্ষার্থীরা কোটা চায় না।তারাও কোটা সংস্কার চায়।তাদের সঙ্গে আলোচনার সময় তারা কোটা সংস্কার চেয়েছে।বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে।নারীর ক্ষমতায়ন নিয়ে সবচেয়ে বেশি আমি কাজ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীসহ অন্যদের চাকরির ব্যবস্থা আলাদাভাবে করে দেব। আর কোনো কোটার দরকার নেই। আন্দোলন অনেক হয়েছে। তিনি ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়ার জন্যও বলেন।
শেখ হাসিনা বলেন, এমনিতেই শহরে অনেক জ্যাম। তার মধ্যে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। রোগীরা অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সকালে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের বলেছি, আর কোনো কোটা রাখা হবে না।
আকাশ নিউজ ডেস্ক 



















