ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

কোটা সংস্কারের নামে অরাজকতা হচ্ছে: শমী কায়সার

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের নামে অরাজকতা হচ্ছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের পরিচালক এবং ই-ক্যাব সভাপতি শমী কায়সার। তিনি বলেছেন, কোটা সংস্কারকে ঘিরে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তারা কতটা জেনে বুঝে আন্দোলন করছেন? কারা তাদের উস্কানি দিচ্ছে সেটাও বিবেচনা করতে হবে। এবং এটাকে কেন্দ্র করে যে অরাজকতা হচ্ছে, যে পরিমাণ ভাঙচুর হচ্ছে তা কাম্য নয়।

গতকাল রাতে বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট-এর টকশো আজকের বাংলাদেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। টকশোর বিষয় ছিল কোটার কাঁটা।

খালেদ মুহিউদ্দিনের সঞ্চালনায় টকশোতে আরও ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান এবং কোট সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

কোটা সংস্কারের আন্দোলনের যৌক্তিকতা নেই উল্লেখ করে শমী কায়সার বলেন, ‘কোনো আন্দোলনকে আমি ছোট করে দেখছি না। কিন্তু আন্দোলনের একটা ভাষা থাকে, নর্মস থাকে এই আন্দোলন যে জায়গায় যেভাবে ছাত্রদের ডেসট্রাকটিভ করে তুলছে তাতে মনে হচ্ছে ভাঙচুর করেই তারা সফল হবে। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা এটা মানতে পারি না।’

‘একজন মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সন্তান হিসেবে আমি বলবো বাংলাদেশের শহীদ পরিবার বা মুক্তিযোদ্ধার পরিবারদের সদস্যরা দিনের পর দিন বছরের পর বছর নানাভাবে, সামাজিকভাবে নিগৃহীত হয়েছে। এখনও মুক্তিযোদ্ধার পরিবার এবং শহীদ পরিবারের সদস্যরা কষ্টে রয়েছেন।’

তবে টক শোকে অংশ নেয়া গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলেছেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলনে ভয় পাওয়ার কিছু নেই। যেটা জনস্বার্থভিত্তিক আন্দোলন সেটা সমর্থনযোগ্য। এটা সমাজকে এগিয়ে নেয়। কোটা সংস্কারের জন্য যেসব ছাত্ররা আন্দোলন করছে সেটা গণস্বার্থভিত্তিক আন্দোলন। এবং এটা ন্যায্য আন্দোলন।’

‘বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে পরিসংখ্যান ব্যুরো বলছে আমাদের দেশে চার কোটি ৪০ লাখের ও বেশি বেকার। যাদের কোনো কাজই নেই। এদের মধ্যে ৪৪ লাখেরও বেশি উচ্চশিক্ষিত রয়েছে। দেশের প্রায় চারজনের একজন বেকার। এই বেকারত্ব বাংলাদেশের এখনকার বাস্তবতা। সুতরাং কর্মসংস্থানের দিকে আমাদের নজর দেয়া দরকার। বর্তমান আন্দোলনটা কর্মসংস্থানের একটা বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু এটা আমাদের সামগ্রিক সমস্যার নজর ফেরানোর পথ দেখাচ্ছে।’

কোটা ব্যবস্থা সংস্কার প্রয়োজন এমনটা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের বর্তমান কোটা ব্যবস্থা সংস্কার কিংবা পুনর্মূল্যায়ন দরকার। গত তিন-চার বছর ধরে এই আন্দোলন চলছে। গত কয়েকদিন ধরে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে। ছাত্ররা প্রথম শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান করে বিক্ষোভ জানিয়ে আসছিল। কিন্তু তাদের উপর হামলা টিয়ারশেল, ছররা গুলি চালিয়ে তাদের আন্দোলন থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করেছে পুলিশ। আন্দোলকারীদের বিক্ষোভ কাজে লাগিয়ে কোনো একটি পক্ষ ভিসির বাড়িতে আগুন দিয়েছে। এটা নিশ্চয়ই ষড়যন্ত্রকারীরা করেছে।’

ছাত্রলীগ নেতা সায়েম খান বলেন, ‘কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছেন তাদের নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে কিছু বলার নেই। ছাত্রলীগ হাজার জন করেন। হাজার জনের হাজার মত রয়েছে। ছাত্রলীগ কখনোই কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি। ছাত্রলীগের কোনো স্পষ্ট অবস্থান নেই।’

ফারুক হাসান বলেন, ‘আমরা যখন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২০ সদস্যের একটি দল সচিবালয়ে যাই সেখানে আমাদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ একটি প্রতিনিধি। সেখানে আমাদের বলা হলো ৭ মে’র মধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের জন্য যৌক্তিক কোনো সমাধান দেবে। সেখান গতকাল আপনি দেখেছেন অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যারা কোটা সংস্কারের আন্দোলন করে তারা রাজাকারের বাচ্চা। বাংলাদেশে সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের এহেন কথার প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

কোটা সংস্কারের নামে অরাজকতা হচ্ছে: শমী কায়সার

আপডেট সময় ০৩:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের নামে অরাজকতা হচ্ছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের পরিচালক এবং ই-ক্যাব সভাপতি শমী কায়সার। তিনি বলেছেন, কোটা সংস্কারকে ঘিরে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তারা কতটা জেনে বুঝে আন্দোলন করছেন? কারা তাদের উস্কানি দিচ্ছে সেটাও বিবেচনা করতে হবে। এবং এটাকে কেন্দ্র করে যে অরাজকতা হচ্ছে, যে পরিমাণ ভাঙচুর হচ্ছে তা কাম্য নয়।

গতকাল রাতে বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট-এর টকশো আজকের বাংলাদেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। টকশোর বিষয় ছিল কোটার কাঁটা।

খালেদ মুহিউদ্দিনের সঞ্চালনায় টকশোতে আরও ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান এবং কোট সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

কোটা সংস্কারের আন্দোলনের যৌক্তিকতা নেই উল্লেখ করে শমী কায়সার বলেন, ‘কোনো আন্দোলনকে আমি ছোট করে দেখছি না। কিন্তু আন্দোলনের একটা ভাষা থাকে, নর্মস থাকে এই আন্দোলন যে জায়গায় যেভাবে ছাত্রদের ডেসট্রাকটিভ করে তুলছে তাতে মনে হচ্ছে ভাঙচুর করেই তারা সফল হবে। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা এটা মানতে পারি না।’

‘একজন মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সন্তান হিসেবে আমি বলবো বাংলাদেশের শহীদ পরিবার বা মুক্তিযোদ্ধার পরিবারদের সদস্যরা দিনের পর দিন বছরের পর বছর নানাভাবে, সামাজিকভাবে নিগৃহীত হয়েছে। এখনও মুক্তিযোদ্ধার পরিবার এবং শহীদ পরিবারের সদস্যরা কষ্টে রয়েছেন।’

তবে টক শোকে অংশ নেয়া গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলেছেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলনে ভয় পাওয়ার কিছু নেই। যেটা জনস্বার্থভিত্তিক আন্দোলন সেটা সমর্থনযোগ্য। এটা সমাজকে এগিয়ে নেয়। কোটা সংস্কারের জন্য যেসব ছাত্ররা আন্দোলন করছে সেটা গণস্বার্থভিত্তিক আন্দোলন। এবং এটা ন্যায্য আন্দোলন।’

‘বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে পরিসংখ্যান ব্যুরো বলছে আমাদের দেশে চার কোটি ৪০ লাখের ও বেশি বেকার। যাদের কোনো কাজই নেই। এদের মধ্যে ৪৪ লাখেরও বেশি উচ্চশিক্ষিত রয়েছে। দেশের প্রায় চারজনের একজন বেকার। এই বেকারত্ব বাংলাদেশের এখনকার বাস্তবতা। সুতরাং কর্মসংস্থানের দিকে আমাদের নজর দেয়া দরকার। বর্তমান আন্দোলনটা কর্মসংস্থানের একটা বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু এটা আমাদের সামগ্রিক সমস্যার নজর ফেরানোর পথ দেখাচ্ছে।’

কোটা ব্যবস্থা সংস্কার প্রয়োজন এমনটা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের বর্তমান কোটা ব্যবস্থা সংস্কার কিংবা পুনর্মূল্যায়ন দরকার। গত তিন-চার বছর ধরে এই আন্দোলন চলছে। গত কয়েকদিন ধরে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে। ছাত্ররা প্রথম শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান করে বিক্ষোভ জানিয়ে আসছিল। কিন্তু তাদের উপর হামলা টিয়ারশেল, ছররা গুলি চালিয়ে তাদের আন্দোলন থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করেছে পুলিশ। আন্দোলকারীদের বিক্ষোভ কাজে লাগিয়ে কোনো একটি পক্ষ ভিসির বাড়িতে আগুন দিয়েছে। এটা নিশ্চয়ই ষড়যন্ত্রকারীরা করেছে।’

ছাত্রলীগ নেতা সায়েম খান বলেন, ‘কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছেন তাদের নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে কিছু বলার নেই। ছাত্রলীগ হাজার জন করেন। হাজার জনের হাজার মত রয়েছে। ছাত্রলীগ কখনোই কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি। ছাত্রলীগের কোনো স্পষ্ট অবস্থান নেই।’

ফারুক হাসান বলেন, ‘আমরা যখন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২০ সদস্যের একটি দল সচিবালয়ে যাই সেখানে আমাদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ একটি প্রতিনিধি। সেখানে আমাদের বলা হলো ৭ মে’র মধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের জন্য যৌক্তিক কোনো সমাধান দেবে। সেখান গতকাল আপনি দেখেছেন অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যারা কোটা সংস্কারের আন্দোলন করে তারা রাজাকারের বাচ্চা। বাংলাদেশে সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের এহেন কথার প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’