আকাশ স্পোর্টস ডেস্ক:
হুইল চেয়ার ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের শেষ খেলায় স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ১ রানে হেরে পিছিয়ে থেকেও শেষ দুই খেলায় টানা জিতে ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ।
বৃহস্পতিবার মুম্বাইয়ের গুরগাঁও স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট হাতে নেমে উজ্জলের বোলিংয়ের সামনে ১৪ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় স্বাগতিক ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন রমেশ। বাংলাদেশের পক্ষে উজ্জল নেন ৪ উইকেট। এছাড়া রাজন, রিপন ও শিপন ১টি করে উইকেট নেন।
টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১০টি বাউন্ডারিতে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন মিঠু। এছাড়া উজ্জলের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ রান। ম্যাচ সেরা হন বাংলাদেশের মিঠু এবং সিরিজ সেরা হন একই দলের রিপন।
শনিবার দিল্লিতে ভারত ও নেপালকে নিয়ে আরেকটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে বাংলাদেশ দল।
আকাশ নিউজ ডেস্ক 























