অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান হলেন বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান। বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
উপসচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামানকে বিটিএমসির চেয়ারম্যান হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ দেওয়া হল।
এছাড়া বিটিএমসি’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বিগ্রেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়াকে প্রত্যাবর্তন করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















