অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রথম মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত নেতা মো. সানাউল্লাহ। বুধবার দুপুরে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।
বাংলাদেশ জামায়াত ইসলামীর গাজীপুর মহানগর শাখার আমির সানাউল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের সম্মনয়কারী তারেক আহম্মেদ জানান, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার থেকে বিভিন্ন প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মেয়র পদে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সানাউল্লাহ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
তারেক আহম্মেদ আরও জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ২০ প্রার্থী মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল। যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। আগামী ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
আকাশ নিউজ ডেস্ক 























