ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প আত্মসাৎ: ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার

সরকারি খরচে আ’লীগের নির্বাচনী প্রচার মেনে নেয়া যায় না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি খরচে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচার মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিধি মেনে ভোট চাওয়া রাজনৈতিক অধিকার হলেও তা শুধু আওয়ামী লীগ ভোগ করছে। অন্য দলগুলো ভোট চাইতে পারছে না।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, তারা সরকারি টাকা খরচ করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ ভোট চাইতে পারবে না, ভোট চাওয়ার কোনো সুযোগ দেয়া হবে না- এটি কখনই মেনে নেয়া যায় না।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার মিথ্যা মামলা ও বিচারব্যবস্থাকে প্রভাবিত করে বিএনপি নেত্রীকে আটকে রেখেছে। সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার নীলনকশা প্রতিহত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

‘আমরা আজ লিফলেট বিতরণ করেছি, যাতে জনগণ জানতে পারে, সরকার খালেদা জিয়াকে কীভাবে আটকে রেখেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে জনগণের প্রতি বেশ কিছু আহ্বান জানিয়েছি।’

বিএনপির মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছি। আর শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবি আদায় করব।

দুপুর সাড়ে ১২টার পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রচারপত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। একই দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

রাজধানীর মহাখালীতে প্রচারপত্র বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উত্তরার আজমপুরে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

এ ছাড়া মিরপুরের কাজীপাড়ায় প্রচারপত্র বিতরণ করেন ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পল্লবী, রূপনগর এলাকায় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল

সরকারি খরচে আ’লীগের নির্বাচনী প্রচার মেনে নেয়া যায় না: ফখরুল

আপডেট সময় ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি খরচে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচার মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিধি মেনে ভোট চাওয়া রাজনৈতিক অধিকার হলেও তা শুধু আওয়ামী লীগ ভোগ করছে। অন্য দলগুলো ভোট চাইতে পারছে না।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, তারা সরকারি টাকা খরচ করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ ভোট চাইতে পারবে না, ভোট চাওয়ার কোনো সুযোগ দেয়া হবে না- এটি কখনই মেনে নেয়া যায় না।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার মিথ্যা মামলা ও বিচারব্যবস্থাকে প্রভাবিত করে বিএনপি নেত্রীকে আটকে রেখেছে। সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার নীলনকশা প্রতিহত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

‘আমরা আজ লিফলেট বিতরণ করেছি, যাতে জনগণ জানতে পারে, সরকার খালেদা জিয়াকে কীভাবে আটকে রেখেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে জনগণের প্রতি বেশ কিছু আহ্বান জানিয়েছি।’

বিএনপির মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছি। আর শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবি আদায় করব।

দুপুর সাড়ে ১২টার পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রচারপত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। একই দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

রাজধানীর মহাখালীতে প্রচারপত্র বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উত্তরার আজমপুরে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

এ ছাড়া মিরপুরের কাজীপাড়ায় প্রচারপত্র বিতরণ করেন ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পল্লবী, রূপনগর এলাকায় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।