আকাশ বিনোদন ডেস্ক :
বিসর্জন নামের কলকাতার একটি ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এবার শফিকুর রহমান শান্তনুর রচনায় এ নামে একটি নাটক নির্মাণ করলেন সরদার রোকন।
এতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় জুটি অপূর্ব ও মম। ভালোবাসা, রোমান্স ও বিসর্জনের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। নাটকটির গল্পে দেখা যাবে, পরিবার থেকে মমর বিয়ের জন্য ছেলে ঠিক করা হয়।
সেই ছেলের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যান মম। কিন্তু ভুলে সেখানে অন্য ছেলের (অপূর্ব) সঙ্গে মমর দেখা হয়। তার সঙ্গেই আলাপ হয়। আলাপের একপর্যায়ে অপূর্বকেই ভালো লেগে যায় মমর। তাদের মধ্যে তৈরি হয় প্রেমও। কিন্তু ওদিকে পরিবারের পছন্দ করা পাত্রের সঙ্গেই বিয়ের জন্য চাপ আসে মমর ওপর। গল্প মোড় নেয় অন্যদিকে। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বিসর্জন একটি ইমোশনাল গল্প।
এমন গল্প দর্শকদের ভাবায়। এছাড়াও সম্পর্কের অনেক জটিল বিষয়ও এতে ওঠে এসেছে।’ মম বলেন, ‘এ নাটকের নামটা আমার কাছে বেশ ভালো লেগেছে।’ নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আকাশ নিউজ ডেস্ক 
























