অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও কার্যত সরকার প্রধান অং সান সু চির অত্যন্ত ঘনিষ্টজন বলে পরিচিত উইন মিন্ট দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২০১২ সাল থেকে পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার তিন ভাইস প্রেসিডেন্টের শর্টলিস্ট থেকে পার্লামেন্ট উইন মিন্টকে নির্বাচিত করে। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে তাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তখন থেকে ধারণা করা হচ্ছিল তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এক সপ্তাহের মাথায় তাকেই মিয়ানমারের পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল।
সু চির অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত প্রেসিডেন্ট উ থিন কিয়াও ২১ মার্চ পদত্যাগ করেন। রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের কারণে মিয়ানমার আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখোমুখি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলি দেশটির কঠোর সমালোচনা করে আসছে। এ প্রেক্ষিতে উ থিনের পদত্যাগ বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছিল। তবে তার দপ্তর থেকে বলা হচ্ছিল বিশ্রাম নিতে পদত্যাগ করেছেন তিনি।
সামরিক জান্তার কবলে থাকা মিয়ানমারে দীর্ঘ কয়েক দশকের পর ২০১৬ সালের ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন থিন। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তিনি ছিলেন দর্শকের ভূমিকায়। সেনাবাহিনীর সঙ্গে অং সাং সু চিই মিয়ানমারের সব রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেন এবং নির্বাহী ক্ষমতা ভাগাভাগি করে থাকেন।
আকাশ নিউজ ডেস্ক 























