অাকাশ জাতীয় ডেস্ক:
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ইসলামবিরোধী জামায়াত তালিমবাজ মহিলারা সাধারণ খেটে খাওয়া মা বোনদের নানাভাবে বিভ্রান্ত করছে। এ ধরনের তালিমবাজ মহিলাদের প্রতারণা থেকে নিজেদের সতর্ক ও নিরাপদ থাকতে হবে।
২৫ মার্চ ঈশ্বরদী উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের অধীনে রুরাল এমপ্লয়মেন্ট রোড মেন্টেনেন্স প্রোগ্রাম-১ (আরইআরএমপি-১) ২য় পর্যায় প্রকল্পের অধীন নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যেই আরইআরএমপি প্রকল্পের সূচনা করেছেন। নারীর ক্ষমতায়ন ও নারীদের উন্নয়নে সম অধিকার নিশ্চিত করেছেন। কর্মক্ষেত্রে নারীদের কোটা শতভাগ নিশ্চিত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, নারীদের ছোট বা খাটো করে কোনো উন্নয়নই সম্ভব নয়। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই এদেশ উন্নত দেশের সাড়িতে দাঁড়াবে।
পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন নারীর মাঝে ২ বছর মেয়াদী তাদের সঞ্চয়কৃত অর্থ হতে প্রত্যেককে ৩৭ হাজার ৮৭৩ টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, দফতর সম্পাদক জুলমত হোসেন ও আতিয়ার রহমান ভোলা প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















