অাকাশ জাতীয় ডেস্ক:
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ। দেশ আজ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে এগিয়ে যাচ্ছেন।
শনিবার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত দুটি ভবন উদ্বোধন ও কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান মন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্রকে উৎখাত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের উন্নয়নের গতি অব্যাহত রাখতে হবে। জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে।
তিনি বলেন, ‘আমি নৌকার মালিক হতে চাই না। আমি নৌকার মাঝি হতে চাই। আগামী দিনে চরফ্যাশনবাসীর পাশে থেকে আজীবন কাজ করতে চাই।’
গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় হবে না। এ নির্বাচনে যারা জয়লাভ করবে আওয়ামী লীগ তা মেনে নেবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। এর আগেও শেখ হাসিনা বলেছিলেন, আসুন আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করি। কিন্তু বিএনপি নেত্রী না শুনে জামায়াতকে সঙ্গে নিয়ে সহিংসতার পথ বেছে নিয়েছিলেন। মানুষ পুড়িয়ে মেরেছিলেন। আবার এমন পথ বেছে নিলে জনগণ তা প্রতিহত করবে।
তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জেলে আছেন। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা চাই খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় জেল হতে মুক্ত হয়ে নির্বাচনী মাঠে ফিরে আসুক।
মন্ত্রী বলেন, আজ স্বাধীনতার ঘোষণা নিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে। ২৬ মার্চে জিয়াউর রহমান চট্টগ্রামেই ছিলেন না, তিনি ছিলেন বোয়ালখালীতে। এদিন দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমএ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। এরপর ২৯ তারিখ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন মিয়ার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী মহিলা লীগের উপজেলার সভানেত্রী নীলিমা নিগার সুলতানা জ্যাকব, গণপূর্তমন্ত্রীর স্ত্রী বেগম আয়শা সুলতানা, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















