অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার অর্জনকে বিএনপি নেতারা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের অগ্রগতিতে আপনারা যে প্রচণ্ড ঈর্ষাপরায়ন হয়েছেন সেটিও লুকিয়ে রাখতে আপনারা ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে কেনো এতো উন্নয়ন হলো, কেনো বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলো এজন্য যে আপনাদের গা শির শির করছে এবং প্রচণ্ড প্রতিহিংসা হচ্ছে এটি বিএনপি লুকিয়ে রাখতেও ব্যর্থ হয়েছেন।’
ড. হাছান মাহমুদ বলেন, উন্নয়নশীল দেশ হতে মাথাপিছু আয় কত প্রয়োজন? মানুষের গড় আয়ুর কি রকম উন্নয়ন প্রয়োজন? অর্থনৈতিক স্থিতিশীলতা কি রকম প্রয়োজন? সেগুলো একটু ভাল করে পড়ে দেখুন। শুধুমাত্র মাথাপিছু আয় নয় সমস্ত প্যারামিটার পূর্ণ করার প্রেক্ষিতেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে।
সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অফিসের সামনে পুলিশ একটু পানি ছিটালেই তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে বিএনপির কঠোর আন্দোলনের নমুনা। আপনারা সরকারের সমালোচনা করুন তবে তা হওয়া উচিৎ গঠনমূলক। সরকারের মাধ্যমে জাতির অর্জনে সরকারকে অভিনন্দন জানাতে আপনাদের লজ্জা লাগলেও দেশ ও জাতিকে অভিনন্দন জানানোর অভ্যাসটা অন্তত আপনারা করুন।’
আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন মানুষের মাথাপিছু আয় ছিল ৫৬০ ডলার আর বর্তমানে তা ১৭০০ ডলারে উন্নীত হয়েছে। প্রকৃতপক্ষে শেখ হাসিনার নেতৃত্বে কেনো এতো উন্নয়ন হলো তা নিয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তবে বিএনপি যদি ক্ষমতায় থাকতো একটি কাজ বাংলাদেশে হতো । সেটি হচ্ছে হাওয়া ভবন তো আগে ঢাকায় ছিল তখন জেলায় জেলায় হাওয়া ভবন হতো।’
তিনি আরো বলেন, ‘সুপ্রিম কোর্টের বার নির্বাচনে জয়ী হয়েই মওদুদ আহমেদ বলছেন আগামী নির্বাচনে বিএনপি ৭৫ শতাংশ ভোট পাবে। এটাই যদি হয় তাহলে নির্বাচনে যেতে আপনাদের ভয় কিসের? যে কারো অধীনে, যে কোন পরিস্থিতিতে আপনারা নির্বাচনে যেতে পারেন। সুতরাং ৭৫ থেকে ৭ বাদ যাবে নাকি ৫ বাদ যাবে সেটি জনগণই ঠিক করবে আগামী নির্বাচনে।’
আকাশ নিউজ ডেস্ক 



















