ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

বিদেশিদের কাছে বিচার নয়, জনগণের আস্থা অর্জন করুন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।

বিএনপির চার দফা দাবির বিষয়টি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সব প্রকার সহায়তা করবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না। তিনি বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল ওই মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা আদালত সিদ্ধান্ত দেবেন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। আমাদের এখানে কিছু করার নেই। আদালত যদি মনে করেন তাকে খালাস দেবেন, সেটা আদালতের ব্যাপার। বিচার বিভাগ কি সরকারের কথায় চলে? বেগম খালেদা জিয়া নির্বাচন করলে আমরা তাকে স্বাগত জানাই।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এই সংস্কারকাজ শেষ করা হবে বলেও জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

বিদেশিদের কাছে বিচার নয়, জনগণের আস্থা অর্জন করুন: কাদের

আপডেট সময় ১০:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।

বিএনপির চার দফা দাবির বিষয়টি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সব প্রকার সহায়তা করবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না। তিনি বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেয়ার পরামর্শ দেন।

এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল ওই মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা আদালত সিদ্ধান্ত দেবেন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। আমাদের এখানে কিছু করার নেই। আদালত যদি মনে করেন তাকে খালাস দেবেন, সেটা আদালতের ব্যাপার। বিচার বিভাগ কি সরকারের কথায় চলে? বেগম খালেদা জিয়া নির্বাচন করলে আমরা তাকে স্বাগত জানাই।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এই সংস্কারকাজ শেষ করা হবে বলেও জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।