অাকাশ জাতীয় ডেস্ক:
দলীয়প্রধানের মুক্তির আন্দোলন জোরদারে করণীয় ঠিক করতে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ নেতারা।
আগামী শনিবার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শরিক দলগুলোর নেতাদের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া দৈনিক আকাশকে বৈঠকের কথা জানিয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও জোট প্রধান বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো জোট নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা।
আকাশ নিউজ ডেস্ক 



















