অাকাশ স্পোর্টস ডেস্ক:
বুধবারই নেইমারকে বিদায় জানিয়ে দেয় বার্সেলোনা। সতীর্থদের বিদায় জানিয়ে গতকালই স্পেন ছাড়েন এই ব্রাজিলিয়ান তারকা। বৃহস্পতিবার পিএসজি নেইমারের রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পাঠালেও সেটি গ্রহণ করেনি লা লিগা কর্তৃপক্ষ। ফলে তার সঙ্গে পিএসজির চুক্তি ঝুলে যায়।
বৃহস্পতিবার আইনজীবী হুয়ান ডি দায়োসের কাছে পিএসজি নেইমারের রিলিজ ক্লজের চেক হস্তান্তর করার জন্য আসেন ক্রীড়া বিষয়ক আইনবিদ হুয়ান ডি দায়োস। খেলাধুলা সংক্রান্ত বেশ কিছু হাই-প্রোফাইল মামলায় লড়েছেন এই আইনজীবী। কয়েক মাস আগে মেসির নিষেধাজ্ঞা হ্রাসের মামলায় লড়ে যিনি সফলতা পেয়েছিলেন। তবে পিএসজি ‘ফিন্যান্সিয়েল ফেয়ার প্লে’ নীতি বজায় রেখেই ২২২ মিলিয়ন ইউরো পাঠিয়েছে কি না সেটি নিশ্চিত না হতে লা লিগা কর্তৃপক্ষ রিলিজ ক্লজের অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রশ্ন হলো, বার্সেলোনা যেখানে নেইমারকে বিদায় জানিয়ে দিয়েছে সেখানে লা লিগা কর্তৃপক্ষ কেন তার রিলিজ ক্লজের মূল্য গ্রহণ না করে চুক্তি আটকে দিল! স্প্যানিশ লা লিগার অফিস থেকে জানানো হয়, পিএসজি উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভঙ্গ করায় তাদের রিলিজ ক্লজের অর্থ গ্রহণ করা হয়নি।
উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে কী?
উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব টানা তিন মৌসুম ৩০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতি দেখাতে পারবে না। লা লিগার বিশ্বাস, এই নিয়ম ভঙ্গ করেই নেইমারের রিলিজ ক্লজের অর্থ পাঠিয়েয়ে পিএসজি। এই ইস্যুতে উয়েফার প্রধান আন্দ্রে ট্রাভারসো ঠিকমতো দায়িত্ব পালন করেননি বলে দাবি লা লিগা অফিসের।
উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম অমান্য করার শাস্তি কী:
উয়েফার উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম অমান্য করলে এর মাত্রা অনুযায়ী শাস্তি বিভিন্ন রকম হতে পারে। সবচেয়ে বড় শাস্তি হলো- উয়েফা আয়োজিত কোনো টুর্নামেন্টে সংশ্লিষ্ট দলকে খেলতে দেয়া হবে না। যেমন- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোপা লিগের আসর।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেছেন, ‘ট্রাভারসো জানেন যে, তিন বছরে পিএসজির ৩০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতি হয়নি। কিন্তু বাস্তবে পিএসজি তাদের আয় ফুলেফেঁপে দেখিয়েছে।’
তেবাস দাবি তুলেছেন, নেইমারকে কেনার ক্ষেত্রে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ঠিকমতো পালন করা হয়েছে কি না সেটি উয়েফার খতিয়ে দেখা উচিত। অন্যথায় এটি ফিন্যান্সিয়াল ডোপিংয়ের বাজে উদাহরণ হয়ে থাকবে বলে জানান তেবাস।
আকাশ নিউজ ডেস্ক 
























