অাকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে আইকন ক্রিকেটারদের কোনো ভিত্তি মূল্য থাকছে না। যা বিপিএল গভর্নিং কমিটি আগেই জানিয়ে দিয়েছে। এর ফলে আইকন ক্রিকেটারদের দলে নেবার বিষয়টি ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির সমঝোতার মাধ্যমেই হচ্ছে। ইতিমধ্যে প্রায় সব দলই নিজেদের আইকন ক্রিকেটারদের নিশ্চিত করেছে।
আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ও অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার নতুন দলের সাথে যোগ দিচ্ছেন মাশরাফি। রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে। এর জন্য দলটিকে গুনতে হচ্ছে ৮৫ লাখ টাকারও বেশি।
বিপিএলের প্রথম আসরে না থাকলেও পরবর্তী সব আসরে ছিল রংপুর। আগের আসরে দুর্দান্ত শুরু করেও সেটি ধরে রাখতে পারেনি রংপুর। যার ফলে প্রথম রাউন্ডেই বিদায়ের ঘন্টি বাজে। তবে এবার ‘বসুন্ধরা গ্রুপ’ মালিকানায় আসার পর ভালোভাবেই দল গুছাচ্ছে দলটি। লক্ষ্য শিরোপা। তাই বড় অংক দিয়ে কুমিল্লা থেকে মাশরাফিকে দলে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিপিএলের প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। তবে নিজেদের দ্বিতীয় আসরে একদমই সুবিধা করতে পারেনি দলটি। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে। মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে তামিম ইকবালকে।
এদিকে তামিমকে দলে ভেড়াতে কুমিল্লাকে গুনতে হয়েছে ৮৫ লাখ টাকা। তবে সেটার জন্য আছে শর্ত। দলকে যেতে হবে প্লে-অফে। তবে মাশরাফি কোনো রকম শর্ত ছাড়াই পাবেন ৮৫ লাখের বেশি।
তবে এবারের বিপিএলে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া সব দলেরই আইকন ক্রিকেটার পরিবর্তন হচ্ছে। আগের আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারো খেলবেন সাকিব অন্যদিকে রিয়াদ থাকবেন আগের আসরের দল খুলনায়।
এদিকে মুশফিকুর রহিমকে দেখা যাবে রাজশাহী কিংসে। আগের আসরে রাজশাহীর আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। এবার সাব্বিরকে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি সুরমা সিক্সার্স