ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি

আরিফিন শুভকে নিয়ে ঋতুপর্ণার পরিকল্পনা

আকাশ বিনোদন ডেস্ক:  

আরিফিন শুভকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দুই তারকা চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ নামে ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশেই ক্যারিয়ার পোক্ত করেছিলেন ঋতুপর্ণা।

দীর্ঘদিন সেই ক্যারিয়ারকে আবারও ঝালাই দিতে অভিনয় করেছেন আলমগীরের ছবিতে। তা-ও আরিফিন শুভর বিপরীতে। তাই শুভকে সঙ্গে নিয়েই এ ছবির প্রচারণায় নামার ইচ্ছে পোষণ করেছেন ঋতু। কলকাতা থেকে মুঠোফোনে ঋতুপর্ণা বলেন, ‘ছবিটি মুক্তির আগেই ঢাকায় চলে আসার চেষ্টা করছি। ভীষণ ইচ্ছে আছে আমার ঢাকার কয়েকটি হলে শুভকে সঙ্গে নিয়ে ছবিটি উপভোগ করার। বাংলাদেশের সিনেমা হলে গিয়ে এর আগে ছবি উপভোগ করার কোনো অভিজ্ঞতা নেই। অনেক কৃতজ্ঞতা আলমগীর ভাইয়ের প্রতি। তার নির্দেশনায় কাজ করে আমি মুগ্ধ।’

আরিফিন শুভ বলেন, ‘এ ছবির গল্প, সংলাপ, প্রত্যেক শিল্পীর অভিনয় ও গান সবাইকে মুগ্ধ করবে। এটি গতানুগতিক কোনো গল্পের ছবি নয়। এ ছবিতে হয়তো আমাদের ইন্ডাস্ট্রির কেউ কেউ নিজেদের জীবনের গল্পও খুঁজে পেতে পারেন।’

১৩ এপ্রিল মুক্তি প্রতীক্ষিত ‘একটি সিনেমার গল্প’-এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজে। ছবিতে আলমগীর এবং চম্পাও অভিনয় করেছেন। পাশাপাশি এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আরিফিন শুভকে নিয়ে ঋতুপর্ণার পরিকল্পনা

আপডেট সময় ০৬:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:  

আরিফিন শুভকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দুই তারকা চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ নামে ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশেই ক্যারিয়ার পোক্ত করেছিলেন ঋতুপর্ণা।

দীর্ঘদিন সেই ক্যারিয়ারকে আবারও ঝালাই দিতে অভিনয় করেছেন আলমগীরের ছবিতে। তা-ও আরিফিন শুভর বিপরীতে। তাই শুভকে সঙ্গে নিয়েই এ ছবির প্রচারণায় নামার ইচ্ছে পোষণ করেছেন ঋতু। কলকাতা থেকে মুঠোফোনে ঋতুপর্ণা বলেন, ‘ছবিটি মুক্তির আগেই ঢাকায় চলে আসার চেষ্টা করছি। ভীষণ ইচ্ছে আছে আমার ঢাকার কয়েকটি হলে শুভকে সঙ্গে নিয়ে ছবিটি উপভোগ করার। বাংলাদেশের সিনেমা হলে গিয়ে এর আগে ছবি উপভোগ করার কোনো অভিজ্ঞতা নেই। অনেক কৃতজ্ঞতা আলমগীর ভাইয়ের প্রতি। তার নির্দেশনায় কাজ করে আমি মুগ্ধ।’

আরিফিন শুভ বলেন, ‘এ ছবির গল্প, সংলাপ, প্রত্যেক শিল্পীর অভিনয় ও গান সবাইকে মুগ্ধ করবে। এটি গতানুগতিক কোনো গল্পের ছবি নয়। এ ছবিতে হয়তো আমাদের ইন্ডাস্ট্রির কেউ কেউ নিজেদের জীবনের গল্পও খুঁজে পেতে পারেন।’

১৩ এপ্রিল মুক্তি প্রতীক্ষিত ‘একটি সিনেমার গল্প’-এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজে। ছবিতে আলমগীর এবং চম্পাও অভিনয় করেছেন। পাশাপাশি এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা।