ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

যথাযথ সরঞ্জাম পেলে অনেক যাত্রীরই জীবন বাঁচানো যেত

কাঠমান্ডুতে দুর্ঘটনা কবলিত ইউএস বাংলার বিমান

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যথাযথ উদ্ধার সরঞ্জাম প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।

বিমান দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে নিয়োজিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সূত্রকে উদ্ধৃত করে নেপালের দৈনিক হিমালয়ান টাইমস বলছে, যথাযথ সরঞ্জাম পাওয়া গেলে অনেক যাত্রীরই জীবন বাঁচানো যেত।

বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে জড়িত এক দমকল কর্মী পত্রিকাটিকে বলেন, দুর্ঘটনার পর ২২জনকে বিমানের এমন জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, বিমানের যেদিকটাই তখনো আগুন ধরেনি। যেদিকটাই আগুন লাগে সেদিকে যাওয়ার মতো উপযুক্ত সরঞ্জাম তাদের ছিলই না। এমনকি অ্যালুমিনিয়ামের তৈরি আগুন নির্বাপনের পোশাক না থাকায় আধা ঘণ্টার মতো অপেক্ষা করে থাকতে হয়েছে।

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়মনুযায়ী যে কোনো বিমান দুর্ঘটনার তিন মিনিটের মধ্যে যথাযথ সরঞ্জাম সরবরাহ করা বাধ্যতামূলক। ত্রিভুবনে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার পর যেটা পরিলক্ষিত হয়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে উদ্ধারকৃত মরদেহগুলোর ময়নাতদন্ত কাজে সংশ্লিষ্ট চিকিৎসকদের বরাতে হিমালয়ান টাইমস বলছে, এ দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন বিষাক্ত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে। অন্যদিকে এক উদ্ধারকারী বলেন, তাদেরকেই বাঁচানো সম্ভব হয়েছে, যারা ভাগ্যক্রমে আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএএন) কর্মকর্তারা স্বীকার করেছেন, উদ্ধারকারীদের জন্য শুধু অগ্নিনির্বাপক পোশাক (স্যুট) ইস্যু করা হয়েছে, যা ওইদিনের দুর্ঘটনার জন্য যথেষ্ট ছিল না। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, বিমানের যেখানে আগুন ছিল, সেখানে যাওয়ার মতো পোশাক ও সরঞ্জাম ছিল না। থাকলে উদ্ধারকারীরা আরো মানুষকে জীবিত উদ্ধার করতে পারতো।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহরিন আহমেদকে উদ্ধৃত করে হিমালয়ান টাইমস বলছে, তিনি (শাহরিন) দেখেছেন- অন্য যাত্রীরা পুড়ছে, চিৎকার করছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

যথাযথ সরঞ্জাম পেলে অনেক যাত্রীরই জীবন বাঁচানো যেত

আপডেট সময় ০৫:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যথাযথ উদ্ধার সরঞ্জাম প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।

বিমান দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে নিয়োজিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সূত্রকে উদ্ধৃত করে নেপালের দৈনিক হিমালয়ান টাইমস বলছে, যথাযথ সরঞ্জাম পাওয়া গেলে অনেক যাত্রীরই জীবন বাঁচানো যেত।

বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে জড়িত এক দমকল কর্মী পত্রিকাটিকে বলেন, দুর্ঘটনার পর ২২জনকে বিমানের এমন জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, বিমানের যেদিকটাই তখনো আগুন ধরেনি। যেদিকটাই আগুন লাগে সেদিকে যাওয়ার মতো উপযুক্ত সরঞ্জাম তাদের ছিলই না। এমনকি অ্যালুমিনিয়ামের তৈরি আগুন নির্বাপনের পোশাক না থাকায় আধা ঘণ্টার মতো অপেক্ষা করে থাকতে হয়েছে।

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়মনুযায়ী যে কোনো বিমান দুর্ঘটনার তিন মিনিটের মধ্যে যথাযথ সরঞ্জাম সরবরাহ করা বাধ্যতামূলক। ত্রিভুবনে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার পর যেটা পরিলক্ষিত হয়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে উদ্ধারকৃত মরদেহগুলোর ময়নাতদন্ত কাজে সংশ্লিষ্ট চিকিৎসকদের বরাতে হিমালয়ান টাইমস বলছে, এ দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন বিষাক্ত ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে। অন্যদিকে এক উদ্ধারকারী বলেন, তাদেরকেই বাঁচানো সম্ভব হয়েছে, যারা ভাগ্যক্রমে আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএএন) কর্মকর্তারা স্বীকার করেছেন, উদ্ধারকারীদের জন্য শুধু অগ্নিনির্বাপক পোশাক (স্যুট) ইস্যু করা হয়েছে, যা ওইদিনের দুর্ঘটনার জন্য যথেষ্ট ছিল না। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, বিমানের যেখানে আগুন ছিল, সেখানে যাওয়ার মতো পোশাক ও সরঞ্জাম ছিল না। থাকলে উদ্ধারকারীরা আরো মানুষকে জীবিত উদ্ধার করতে পারতো।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহরিন আহমেদকে উদ্ধৃত করে হিমালয়ান টাইমস বলছে, তিনি (শাহরিন) দেখেছেন- অন্য যাত্রীরা পুড়ছে, চিৎকার করছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে।