অাকাশ স্পোর্টস ডেস্ক:
নিরাপত্তার অজুহাতে ২০১৫ সালের পর বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসরটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে তা থেমে যায়। এরপর ২০১৬ সালে আসার কথা থাকলেও তারা আসেনি। অবশেষে ২০১৭ সালের আগস্ট মাসের ২২ তারিখ অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি চূড়ান্ত হয়।
কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের নতুন চুক্তি সংক্রান্ত ঝামেলায় সফরে আসা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত সেই দ্বন্দ্ব মিটেছে। উভয় পক্ষের আলোচনায় ইতিবাচক ফল এসেছে।
তার আগে আজ বাংলাদেশ সফরে আসার বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন স্টিভেন স্মিথ। তিনি বলেন, ‘আমিও বাংলাদেশ সফরে যেতে চাই। তবে তার আগে আমরা চেয়েছিলাম আমাদের চুক্তিটা করে নিতে। আমাদের দাবি-দাওয়া মেনে নিতে হবে। আমি মনে করিনা চুক্তি হওয়ার আগে আমাদের এই সফরে যাওয়া উচিত হবে। যেখানে অস্ট্রেলিয়া ‘এ’ দল চুক্তি না হওয়ায় তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। এমতবস্থায় কোনো সুরাহা না হওয়ার আগে কোথাও যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না।’
তিনি আরো বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে ভালোভাবে অবগত আছে। তাদেরকে বার বার বিষয়টি বলা হয়েছে। চুক্তি যদি সম্পন্ন না হয় তাহলে কী হবে সেটাও তারা জানে। তবে আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এখনই সবকিছু খুলে বলা যাবে না। বিষয়টি অনেকটাই গোপনীয়। আমি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত বিষয়টি গোপনই থাক।’
আকাশ নিউজ ডেস্ক 

























