অাকাশ স্পোর্টস ডেস্ক:
আইসিসি টেস্ট ব্যাটসম্যান ও বোলারদের র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকস সোমবার শেষ হওয়া ওভাল টেস্টে ব্যাটিংয়ে দুই ইনিংসে ১১২ ও ৩১ রান করেন। হাত ঘুরিয়ে দুই ইনিংস মিলিয়ে নেন ৩ উইকেট। গত শনিবার ভারত-শ্রীলঙ্কা গল টেস্ট ও সোমবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্ট শেষে মঙ্গলবার নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিনি ১২ ধাপ এগিয়েছেন, আছেন যৌথভাবে ২৫তম স্থানে। বোলারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছেন ১৯তম স্থানে। এ ছাড়া ভারনন ফিল্যান্ডারকে টপকে অলরাউন্ডার র্যাংকিংয়ে পাঁচে উঠে এসেছেন। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে জনি বেয়ারস্টো তিন ধাপ এগিয়ে নবম, অ্যালিস্টার কুক তিন ধাপ এগিয়ে ১২তম স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান ডিন এলগার তিন ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছেন। প্রথম ইনিংসে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলা ভারতের শিখর ধাওয়ান ২১ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।
বোলারদের র্যাংকিংয়ে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন এক ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় ও ‘হ্যাটট্রিকম্যান’ মঈন আলী এক ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























