অাকাশ জাতীয় ডেস্ক:
অবশেষে দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। আগামীকাল তাদেরকে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার দৈনিক আকাশকে জানান, অনুমতি পাওয়ায় আগামীকাল বুধবার বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে গিয়ে দলের শীর্ষ নেতারা চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দিদার জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সাক্ষাৎকালে বিএনপি নেতারা খালেদা জিয়ার জামিন আবেদন, মামলার আপিল, আন্দোলন কর্মসূচি এবং দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরানা ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে নেয়া হয়।
খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর কয়েক দফা তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। এছাড়া আইনজীবীরাও একবার সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন। তবে দলের নেতারা বারবার চেয়েও তার সাক্ষাৎ পাননি। এবারই প্রথম তারা দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















