আকাশ স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বল-ব্যাটে দুর্দান্ত সময় পার করছেন আবাহনীর জার্সিতে খেলা টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। যার প্রমাণ চলতি লিগের ৪৫তম ম্যাচে বোলিংয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেটের দেখা পেয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ মার্চ) ফতুল্লায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে এই হ্যাটট্রিক পূর্ণ করেন মাশরাফি। ফতুল্লায় শেষ ওভারে বিধ্বংসী বোলিংয়ের পথে জাহিদ জাবেদ, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলামের উইকেট তুলে নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। শুধু তাই নয়, টানা চারটি উইকেট তুলে নেন এই পেসার।
চতুর্থ উইকেট হিসেবে ফজলে রাব্বিকে সাজঘরে ফেরালে এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ৯.৫ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় ৬ উইকেট তুলে নেন অভিজ্ঞ এই পেসার।
ম্যাচটিতে মাশরাফি ছাড়াও আরিফুল হাসান সবুজ দুটি এবং মান্নান শর্মা-সানজামুল একটি করে উইকেট লাভ করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















