ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প আত্মসাৎ: ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার

পাট দিবসে পাটের শাড়িতে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পাট দিবসের অনুষ্ঠান। পাটপণ্য ব্যবহারে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে নানামুখী চেষ্টায় সরকার। এর বাইরে নন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি অনুষ্ঠানে এলেন পাটের শাড়ি পরে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তৃতাপর্বের পাশাপাশি নানা ধরনের পাটপণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।

দ্বিতীয়বারের মতো আয়োজন করা অনুষ্ঠানে শেখ হাসিনা নিজেও তার ব্যবহার করা পণ্যের কথা উল্লেখ করেন। সবুজ জমিনে গোলাপি জামদানির কাজ করা এই শাড়িটি তৈরি করা হয়েছে পাটের সূতায়।

প্রধানমন্ত্রী তার শাড়ি উড়িয়ে বলেন, ‘এই যে শাড়িটা পড়ে আছি, সেটা কিন্তু সম্পূর্ণ পাটের তৈরি। এমনকি পাটের তৈরি স্যান্ডেলও পরে আছি, সেটা আগেই জেনেছেন।’

যে হাতব্যাগটি নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী, সেটিও তৈরি হয়েছে পাট দিয়ে। সেই ব্যাগটি তুলে ধরে তিনি বলেন, ‘এই যে ব্যাগটা দেখছেন, সেটা কিন্তু বিদেশি কোনো ব্র্যান্ড না, বাংলাদেশের পাট দিয়ে তৈরি’।

‘আমি দেখাতে নিয়ে এসেছে। এখানে বোনরা আছে, তারা নিশ্চয় ব্যবহার করবে আর এখানে ছেলেরা আছে, তারা তাদের বউকে কিনে উপহার দেবে।’

অনুষ্ঠান মঞ্চে থাকা বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও পাট সচিব সচিব ফয়জুর রহমান চৌধুরী যে ব্লেজারটি পরেছিলেন, সেটিও তৈরি করা হয়েছে পাট দিয়েই। প্রধানমন্ত্রী সে কথা উল্লেখও করেন।

‘পাট দিয়ে কিন্তু খুব উন্নতমানের সূতা হয়। এক সময় আমাদের বাংলাদেশে ছিল, পাটের শাড়ি ছাড়া বিয়েই হতো না। বিয়ের শাড়ি মানেই পাটের শাড়ি। এখন অনেকে ভুলে গেছে। এখনও অনেক শাড়ি তৈরি করা যায়, আমাদের সে সুযোগ আছে।’

দামি কাপড়ে ভিসকস নামে একটি তন্তু ব্যবহার হয় যেটি তৈরি হয় গাছের ছাল থেকে। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু পাট থেকে এই ভিসকস তৈরি করতে পারি।’

‘আপনারা যে কার্পেট ব্যবহার করেন, সেখানে কিন্তু পাটের প্রয়োজন হয়, পাটের সুতাটাই সেখানে ব্যবহার হয়।’

‘মার্সিডিজ বেঞ্চ (বিখ্যাত ব্র্যান্ডে গাড়ি) এর ভেতরে যে লাইনার, সেটাও কিন্তু পাট থেকে তৈরি হয়। ফার্নিচার, এমনকি আগুনে পুড়বে না এমন পণ্যও পাট দিয়ে তৈরি হয়।

বক্তৃতাপর্ব শেষে সম্মেলন কেন্দ্রে পাট দিয়ে তৈরি নানা পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সেখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে অংশ নেয়া সবাই পাটের কাপড় এবং নানা অলঙ্কার পরে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল

পাট দিবসে পাটের শাড়িতে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পাট দিবসের অনুষ্ঠান। পাটপণ্য ব্যবহারে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে নানামুখী চেষ্টায় সরকার। এর বাইরে নন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি অনুষ্ঠানে এলেন পাটের শাড়ি পরে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তৃতাপর্বের পাশাপাশি নানা ধরনের পাটপণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।

দ্বিতীয়বারের মতো আয়োজন করা অনুষ্ঠানে শেখ হাসিনা নিজেও তার ব্যবহার করা পণ্যের কথা উল্লেখ করেন। সবুজ জমিনে গোলাপি জামদানির কাজ করা এই শাড়িটি তৈরি করা হয়েছে পাটের সূতায়।

প্রধানমন্ত্রী তার শাড়ি উড়িয়ে বলেন, ‘এই যে শাড়িটা পড়ে আছি, সেটা কিন্তু সম্পূর্ণ পাটের তৈরি। এমনকি পাটের তৈরি স্যান্ডেলও পরে আছি, সেটা আগেই জেনেছেন।’

যে হাতব্যাগটি নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী, সেটিও তৈরি হয়েছে পাট দিয়ে। সেই ব্যাগটি তুলে ধরে তিনি বলেন, ‘এই যে ব্যাগটা দেখছেন, সেটা কিন্তু বিদেশি কোনো ব্র্যান্ড না, বাংলাদেশের পাট দিয়ে তৈরি’।

‘আমি দেখাতে নিয়ে এসেছে। এখানে বোনরা আছে, তারা নিশ্চয় ব্যবহার করবে আর এখানে ছেলেরা আছে, তারা তাদের বউকে কিনে উপহার দেবে।’

অনুষ্ঠান মঞ্চে থাকা বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও পাট সচিব সচিব ফয়জুর রহমান চৌধুরী যে ব্লেজারটি পরেছিলেন, সেটিও তৈরি করা হয়েছে পাট দিয়েই। প্রধানমন্ত্রী সে কথা উল্লেখও করেন।

‘পাট দিয়ে কিন্তু খুব উন্নতমানের সূতা হয়। এক সময় আমাদের বাংলাদেশে ছিল, পাটের শাড়ি ছাড়া বিয়েই হতো না। বিয়ের শাড়ি মানেই পাটের শাড়ি। এখন অনেকে ভুলে গেছে। এখনও অনেক শাড়ি তৈরি করা যায়, আমাদের সে সুযোগ আছে।’

দামি কাপড়ে ভিসকস নামে একটি তন্তু ব্যবহার হয় যেটি তৈরি হয় গাছের ছাল থেকে। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু পাট থেকে এই ভিসকস তৈরি করতে পারি।’

‘আপনারা যে কার্পেট ব্যবহার করেন, সেখানে কিন্তু পাটের প্রয়োজন হয়, পাটের সুতাটাই সেখানে ব্যবহার হয়।’

‘মার্সিডিজ বেঞ্চ (বিখ্যাত ব্র্যান্ডে গাড়ি) এর ভেতরে যে লাইনার, সেটাও কিন্তু পাট থেকে তৈরি হয়। ফার্নিচার, এমনকি আগুনে পুড়বে না এমন পণ্যও পাট দিয়ে তৈরি হয়।

বক্তৃতাপর্ব শেষে সম্মেলন কেন্দ্রে পাট দিয়ে তৈরি নানা পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সেখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে অংশ নেয়া সবাই পাটের কাপড় এবং নানা অলঙ্কার পরে অংশ নেন।