অাকাশ স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে ত অক্টোবরে অভিষেক হলেও এখনও বিদেশের কোনও ঘরোয়া টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা হয়নি মেহেদী হাসান মিরাজের। তাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত।সোমবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছেন টাইগারদের নতুন তারকা। এরপর অফিশিয়াল ফেসবুক পেজে অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, আমার সতীর্থদের সঙ্গে অনুশীলনে।
বলিউড তারকা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন হাশিম আমলা, ব্রেন্ডন ম্যাককালাম, কলিন মুনরো, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিনকে।সিপিএলে ত্রিনবাগোর প্রথম প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টারস। ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৫ আগস্ট সকালে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে এলে সিপিএলে বড় জোর পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মিরাজ। তবে অস্ট্রেলিয়া সফর বাতিল করলে পুরো টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবেন এই অফস্পিনিং অলরাউন্ডার।
আকাশ নিউজ ডেস্ক 
























