অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৩টার দিকে উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিরাজ উদ্দিন (২৭) ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রংমহল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
ডুলাহাজরা ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী মেম্বার জানান, মিরাজ উদ্দিন কয়েকদিন আগে পার্শ্ববর্তী লামার ফাঁসিয়াখালী এলাকা থেকে এক অবিবাহিত মেয়েকে নিয়ে চট্টগ্রাম শহরে চলে যান। মিরাজ উদ্দিনের প্রথম স্ত্রী ও আত্মীয়স্বজন শুক্রবার রাত ১২টার দিকে মেয়েটিসহ মিরাজ উদ্দিনকে চট্টগ্রাম থেকে ধরে এনে ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে নামে।
সেখানে তাদেরকে দুপক্ষ দুদিকে টানাটানি শুরু করে। এ অবস্থায় পরের দিন বিচারের আশ্বাসে মিরাজ উদ্দিনকে স্থানীয় চৌকিদার নুরুল ইসলাম ও জব্বারের জিম্মায় এবং মেয়েটিকে ফাঁসিয়াখালী এলাকার চেয়ারম্যান জাকের হোসেনের জিন্মায় দেয়া হয়। ডুলাহাজরা ইউনিয়নের চৌকদারেরা রজিম উদ্দিনকে রাত ১টার দিকে ওই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক করে রাখেন। এর কিছুক্ষন পর সে কম্বল ছিঁড়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ রাত ৩টার দিকে রমিজ উদ্দিনের লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার এসআই এনামুল হক জানান, লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























