অাকাশ স্পোর্টস ডেস্ক:
এখানে অনুষ্ঠিত প্রাক-মৌসুম এল ক্ল্যাসিকোতে জেরার্ড পিকের গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৫০ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে পিকে কাতালান জায়ান্টদের জয় নিশ্চিত করেন। ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটের মধ্যেই লিয়নেল মেসি গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন।
এর কিছুক্ষণ পরেই ইভান রাকিটিচ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর অবশ্য কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রন পুরোটাই নিয়ে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের আগ পর্যন্ত মাতেও কোভাচিচ ও মার্কো আসেনসিও’র গোলে জিনেদিন জিদানের শিষ্যরা ঠিকই ম্যাচে সমতা ফেরায়। এর মাধ্যমেই স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬৬ হাজার সমর্থক দারুন এক এল ক্ল্যাসিকো উপভোগ করেছেন। যদিও শেষ পর্যন্ত পিকে ব্যবধান গড়ে দেন। ৬৪ মিনিট পর্যন্ত মাঠে থাকা মেসির পারফরমেন্সও ছিল অসাধারণ।
ম্যাচটি শুধুমাত্র প্রাক-মৌসুম প্রতিদ্বন্দ্বীতা হওয়ায় এনিয়ে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিলনা। কিন্তু তারপরেও এল ক্ল্যাসিকো বলে কথা, পুরো বিশ্ব ফুটবলের নজড়ই ছিল এই ম্যাচের ওপর। দুই চির প্রতিদ্বন্দ্বীর সার্বিক রেকর্ডেও অবশ্য এই ম্যাচের ফল কোন প্রভাব ফেলেনি। দুই দলের মুখোমুখি মোকাবেলায় অবশ্য রিয়াল কিছুটা এগিয়ে, গ্যালাকটিকোদের ৯৩টি জয়ের বিপরীতে বার্সেলোনার জয় ৯১টিতে। মে মাসে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয়ী মাদ্রিদ অনেকটা আত্মবিশ্বাস নিয়েই প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে খেলতে এসেছিল।
কিন্তু প্রথম দুই ম্যাচে লস এ্যাঞ্জেলসে প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপরীতে পেনাল্টি শ্যুট আউটে ও পরে ম্যানচেস্টার সিটির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে রিয়ালের মৌসুম পূর্ববর্তী অনুশীলনটা খুব একটা সুখকর ছিল না। অন্যদিকে বার্সেলোনা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ প্রীতি ম্যাচে ইউনাইটেড ও জুভেন্টাসকে পরাজিত করে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। যদিও দলের তারকা স্ট্রাইকার নেইমারকে নিয়ে ট্রান্সফার মার্কেটের গুঞ্জনের এখনো কোন সমাধান হয়নি।
নতুন কোচ আর্নেস্টো ভালভার্দের বিবেচনায় এই ব্রাজিলিয়ান গতকাল মূল একাদশেই মাঠে নেমেছিলেন। প্রাক মৌসুম সফর শেষ করে তার সতীর্থরা যেখানে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে সেখানে নেইমার ক্লাবের হয়ে একটি বাণিজ্যিক প্রমোশনে অংশ নিতে চায়নায় উড়ে গেছেন। নেইমার প্রসঙ্গে ভালভার্দে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, আমি সবসময়ই চেয়েছি যা ঘটছে তা নিয়ে না বলে যে বিষয়গুলো ঘটতে পারে সেগুলো নিয়ে কথা বলতে। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমার দিক থেকে বলতে হয়, নেইমার এখনো আমার দলে আছে, আমরা তাকে গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেকেই বিবেচনা করছি।
শনিবার ম্যাচটির জন্য দুই দলই নিজেদের সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিল। বার্সা একাদশে যেমন ছিলেন নেইমার, মেসি ও লুইস সুয়ারেজ, একইভাবে রিয়ালেও খেলেছেন লুকা মোদ্রিচ, গ্যারেথ বেল, করিম বেনজেমা। তিন মিনিটের মধ্যেই মেসির গোলে কাতালানরা এগিয়ে যায়। বক্সের ভিতর রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করতে মোটেও ভুল করেননি আর্জেন্টাইন সুপারস্টার। ৭ মিনিটে নেইমারের সহায়তায় ব্যবধান দ্বিগুন করেন রাকিটিচ। ১৩ মিনিটে সুয়ারেজের গোলে আরো পিছিয়ে যাওয়া থেকে কোনরকমে রক্ষা পায় রিয়াল।
কিন্তু এরপর থেকেই মাদ্রিদ যেন ম্যাচে ফিরে আসে। পরের মিনিটেই ক্রোয়েশিয়ান কোভাচিচ দারুন দক্ষতায় বার্সা গোলরক্ষক জাসপার সিলিয়েসেনকে পরাস্ত করেন। ১৯ মিনিটে বেনজেমার শট অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। ৩৬ মিনিটে অবশ্য আসেনসিও কোন ভুল করেননি। কাউন্টার এ্যাটাক থেকে মোদ্রিচের সহায়তা এই স্প্যানিশ তরুণ দলের পক্ষে সমতা ফেরান। ৫০ মিনিটে নেইমারের সুনির্দিষ্ট ফ্রি-কিক থেকে পিকে দলের জয় নিশ্চিত করেন।
আগামী ৮ আগস্ট ইউয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে মাদ্রিদ। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করার জন্য অবশ্য যথেষ্ঠ সময় পাচ্ছে বলেই জিদান স্বীকার করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা পুরো দলের দুটো দিক দেখেছি, একটি খারাপ, অন্যটি ভাল।
আকাশ নিউজ ডেস্ক 
























