অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী হয়ে উঠেছে পাকিস্তান। সম্প্রতি আমেরিকার সঙ্গে পাকিস্তানের টানাপোড়নে দেশটি রাশয়ার দিকে ঝুঁকে পড়ছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ বলেছেন, আফগানিস্তানে ১৭ বছরের মার্কিন সামরিক উপস্থিতি কোনো ফল বয়ে আনেনি। বরং সেখানে মার্কিন নীতি-কৌশল ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোহাম্মাদ আসিফ বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পাকিস্তান। ইসলামাবাদ সব ক্ষেত্রেই মস্কোর সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্ব দেয়।
খাজা আসিফ বলেন, আলোচনার মাধ্যমেই কেবল আফগান সংকটের সমাধান হতে পারে। পাকিস্তান আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফগানিস্তান প্রসঙ্গে বলেন, আফগানিস্তানে আইএসের প্রভাব বৃদ্ধি মস্কো খুবই উদ্বেগের মধ্যে রয়েছে।
তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ, মাদক উৎপাদন বৃদ্ধি এবং মাদক চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ সন্ত্রাসবাদ বিস্তারে কাজে লাগানোর মতো বিষয়গুলো মস্কো ও ইসলামাবাদ উভয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























