অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় পেকুয়া সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই কিশোরীর মা জানিয়েছেন, তার স্কুল পড়ুয়া মেয়েকে একই এলাকার নুরুল কবিরের ছেলে মো. রাসেদ স্কুলে যাতায়তের পথে উত্যক্ত করতো। তার স্বামী জীবিত নেই, পথে বখাটের উৎপাতের কারণে কয়েকবছর ধরে তার মেয়ের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, ওই যুবক ঘরে গিয়ে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে কিশোরীর মা ও আত্মীয়স্বজন রাজি হননি। অবশেষে গত রোববার রাত সাড়ে ১১টায় মো. রাসেদ ও বাচ্চুসহ কয়েকজন যুবক ঘরের বেড়া ভেঙ্গে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর কাদের মজুমদার বলেন, আমি এখন থানার বাইরে আছি, অপরহণের বিষয়টি জানি না। এ রকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 























