আকাশ স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। কিউইদের দুই রানে হারিয়েছে ইংলিশরা। তবে, ইংল্যান্ড জিতলেও ফাইনালে উঠতে পারেনি। নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এর আগে লিগ পর্বে চারটি ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়ে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ফেব্রুয়ারি।
রবিবার হ্যামিলটনের সিডন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ডের দেয়া ১৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মার্টিন গাপটিল। ২১ বল খেলে ৫৭ রান করেন কলিন মুনরো। ৩৭ রান করে অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান। ইংল্যান্ডের পক্ষে টম কুরান ১টি, আদিল রশীদ ১টি, লিয়াম ডসন ১টি ও ডাউইড মালান ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ৪৬ বল খেলে ৮০ রান করে অপরাজিত থাকেন। ৩৬ বল খেলে ৫৩ রান করেন ডাউইড মালান। ১৩ বল খেলে ২১ রান করেন জ্যাসন রয়। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩টি, টিম সাউদি ২টি, কলিন ডি গ্র্যান্ডহোম ১টি ও ইশ সোধি ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়ন মরগ্যান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ইনিংস: ১৯৪/৭ (২০ ওভার)
নিউজিল্যান্ড ইনিংস: ১৯২/৪ (২০ ওভার)
আকাশ নিউজ ডেস্ক 
























