অাকাশ জাতীয় ডেস্ক:
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনও অর্থনৈতিকভাবে মুক্তি পাইনি। আমরা চেষ্টা করছি। এ জন্য আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলন কক্ষে শ্রমকল্যাণ সম্মেলন ২০১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘টেকসই উন্নয়নের জন্য অভিবাসী কল্যাণ’ প্রতিপাদ্যের মধ্য দিয়ে ৪-৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী শ্রমকল্যাণ সম্মেলন ২০১৮তে ২৬ দেশের ২৯টি শ্রমকল্যাণ উইংয়ের ৪৪ কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অর্জনে অংশীদার আমাদের প্রবাসী বাংলাদেশি কর্মীরাও। তারা বিদেশে কর্মসংস্থান তৈরি ও রেমিট্যান্স প্রেরণসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছেন। শ্রমকল্যাণ উইংয়ে দূরদূরান্ত থেকে যে কর্মীরা আপনাদের কাছে সেবা নিতে আসেন, তারা যেন হাসিমুখে সেবা নিয়ে কর্মস্থলে ফিরে যান, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে ও দিকনির্দেশনায় সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মালয়েশিয়ায় ব্যাপক কর্মী পাঠাতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি, সংযুক্ত আরব আমিরাতেও কর্মী পাঠাতে সক্ষম হব। এ ছাড়া জাপানে কর্মী পাঠানোরও উদ্যোগ নেয়া হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, ওয়েজ আর্নার্সকল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















