অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য জিয়াউল হাসানকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের (স্পারসো) চেয়ারম্যান করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্তীকে করা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রামের পরিচালক।
এ ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে।
এসব প্রজ্ঞাপন থেকে জানা যায়, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিআইডব্লিউটিএর সদস্য মনিরুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহীনকে পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সুষমা সুলতানাকে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা বিবেকানন্দ রায়কে জনসংযোগ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষে কাজের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























