অাকাশ জাতীয় ডেস্ক:
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান কুয়াং। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি গুরত্ব পাবে বাংলাদেশ-ভিয়েতনাম বিনিয়োগ সম্ভাব্যতা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ০৪ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসবেন কুয়াং। সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তাছাড়া বৈঠকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বাণিজ্য সম্ভাবনা সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
প্রেসিডেন্টের এই সফরে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে আয়োজিত হবে ‘বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম’। এই ফোরামে দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অংশ নেওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান কুয়াং এর এই সফরে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগসহ অন্যান্য খাতে বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















