অাকাশ স্পোর্টস ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে শনিবার রাতে ঢাকা ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলবেন তিনি। এরপর দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। ছয় দলের সিপিএলের পর্দা উঠবে আগামী ৪ আগস্ট।
এদিকে, সিপিএলে এবার সাকিবের দল জ্যামাইকা তলাওয়াস। অবশ্য গত আসরেও এই দলেই খেলেছিলেন তিনি। জ্যামাইকায় এ বছর সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, রভম্যান পাওয়েল ও কেসরিক উইলিয়ামসের মতো ক্রিকেটারকে।