অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় কচুরিপানায় আটকেপড়া হাঁস খুঁজতে গিয়ে লাশ হয়ে ফিরল এক কিশোর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরণঘোনা এলাকার মাতামুহুরী নদী থেকে নৌকা উল্টে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত রিদুয়ান (১৭) এলাকার নুরুল হুদার ছেলে।
পরিবারের বরাত দিয়ে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই মং থোয়াই জানান, সোমবার নৌকা নিয়ে রিদুয়ান ও তার ছোট ভাইসহ তিনজন কচুরিপানায় আটকেপড়া হাঁস খুঁজতে যায়। এ সময় খুঁজে পাওয়া হাঁস ধরতে গিয়ে নৌকা উল্টে যায়। এতে তিনজনই পানিতে পড়ে যায়। এ সময় সাঁতরে দুজন তীরে উঠলেও পানিতে তলিয়ে যায় রিদুয়ান। আত্মীয়স্বজনসহ এলাকার অনেকে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে পেকুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে মঙ্গলবার ১৮ ঘণ্টা পর সকাল সাড়ে ১১টার দিকে রিদুয়ানের লাশ উদ্ধার করে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























