অাকাশ জাতীয় ডেস্ক:
‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের আঁতাত হয়েছে বলে নানা কথা চলছে। আসলে কোনো ঐক্য হয়নি; হতে পারে না। কারণ সরকার জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে। আওয়ামী লীগ একটি জল্লাদ দল।’
রোববার রাতে ২০-দলীয় জোটের বৈঠকে এভাবেই নিজ দলের অবস্থান তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবদুল হালিম।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে খালেদা জিয়ার মামলা ইস্যুতে রাজপথে থাকার সিদ্ধান্ত নেয় ২০-দলীয় জোটের শরিকরা।
সিদ্ধান্ত অনুযায়ী, যে কোনো কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করা হবে। খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না ২০-দলীয় জোট। সেই নির্বাচন হতে দেয়া হবে না। তা প্রতিহত করা হবে।
সূত্র জানায়, বৈঠকে জোটের ঐক্য অটুট রাখার আহ্বান জানান খালেদা জিয়া। সরকার জোটে ফাটল ধরানোর চেষ্টা করবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মামলা নিয়ে সরকারের কোনো কূটচালে বিভ্রান্ত না হয়ে জোট নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
একপর্যায়ে বৈঠকে জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আবদুল হালিম আওয়ামী লীগের সঙ্গে জোট করা নিয়ে গুঞ্জনের বিষয়ে কথা বলেন। এ ধরনের কোনো ঐক্য হবে না বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















