ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন। চট্টগ্রামে গত দুইদিনের সফর শেষে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে দলটি সন্তোষ প্রকাশ করে।

পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্টেডিয়ামের অবকাঠামো এবং খেলোয়াড়দের আবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দলের অন্যতম সদস্য, অস্ট্রেলিয়া দলের টিম ম্যানেজার গেভিন ডবেই বলেন, ‘আমরা কয়েকদিনের এই সফরে সবকিছু ঘুরে দেখেছি। নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। দেশে ফিরে আমরা প্রতিবেদন বোর্ডের বরাবরে জমা দেব।

শুধু নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ নয়, অস্ট্রেলিয়ান বোর্ডের এই কর্মকর্তার মুখে প্রশংসা ঝরেছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়েও। তিনি বলেন, ‘বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো করছে এখন। তারা এখন শক্ত প্রতিপক্ষ। আমরা একটা দারুণ সিরিজ আশা করছি।’

স্টেডিয়াম পরিদর্শন ছাড়াও এই প্রতিনিধি দলের আরো কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ১১টায় পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু পরিদর্শন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও র‌্যাডিসন ব্লু’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এরপর বিকালে ঢাকা ফিরেন।

পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে আরো আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডাম ফ্রেশার, ক্রিকেট অস্ট্রেলিয়ার সচিব ও দুর্নীতি বিরোধী ব্যবস্থাপক সেন ক্যাররল, নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক দিমাশি ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নিকোলাস চার্লস পালি­সার কার্টনি।

সূচি অনুযায়ী, আগামী ১৮ আগস্ট ঢাকা আসবে অস্ট্রেলিয়া দল। ২২ আগস্ট থেকে ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ২৭ তারিখ থেকে শুরু হবে মূল সিরিজ। সেদিন থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকায় আসে অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। ঢাকায় ব্যস্ততম সময় কাটানোর পর গত বুধবার দুপুরে চট্টগ্রাম আসেন প্রতিনিধি দলের সদস্যরা। চট্টগ্রাম সফরের শুরুতেই তারা নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের সঙ্গে একান্ত বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা

আপডেট সময় ০৫:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন। চট্টগ্রামে গত দুইদিনের সফর শেষে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে দলটি সন্তোষ প্রকাশ করে।

পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্টেডিয়ামের অবকাঠামো এবং খেলোয়াড়দের আবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দলের অন্যতম সদস্য, অস্ট্রেলিয়া দলের টিম ম্যানেজার গেভিন ডবেই বলেন, ‘আমরা কয়েকদিনের এই সফরে সবকিছু ঘুরে দেখেছি। নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। দেশে ফিরে আমরা প্রতিবেদন বোর্ডের বরাবরে জমা দেব।

শুধু নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ নয়, অস্ট্রেলিয়ান বোর্ডের এই কর্মকর্তার মুখে প্রশংসা ঝরেছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়েও। তিনি বলেন, ‘বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো করছে এখন। তারা এখন শক্ত প্রতিপক্ষ। আমরা একটা দারুণ সিরিজ আশা করছি।’

স্টেডিয়াম পরিদর্শন ছাড়াও এই প্রতিনিধি দলের আরো কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ১১টায় পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু পরিদর্শন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও র‌্যাডিসন ব্লু’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এরপর বিকালে ঢাকা ফিরেন।

পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে আরো আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডাম ফ্রেশার, ক্রিকেট অস্ট্রেলিয়ার সচিব ও দুর্নীতি বিরোধী ব্যবস্থাপক সেন ক্যাররল, নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক দিমাশি ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নিকোলাস চার্লস পালি­সার কার্টনি।

সূচি অনুযায়ী, আগামী ১৮ আগস্ট ঢাকা আসবে অস্ট্রেলিয়া দল। ২২ আগস্ট থেকে ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ২৭ তারিখ থেকে শুরু হবে মূল সিরিজ। সেদিন থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকায় আসে অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। ঢাকায় ব্যস্ততম সময় কাটানোর পর গত বুধবার দুপুরে চট্টগ্রাম আসেন প্রতিনিধি দলের সদস্যরা। চট্টগ্রাম সফরের শুরুতেই তারা নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের সঙ্গে একান্ত বৈঠক করেন।