আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিজের নাম এবং নম্বর ‘৭৫’ অংকিত একটি জার্সি উপহার দিলেন সাকিব আল হাসান।
প্রণব মুখার্জি চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফরের ব্যস্ততার মধ্যেই তার সঙ্গে সাক্ষাত হয়ে গেল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের।
সেই সাক্ষাতপর্বের ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। ক্যাপশনে লিখেছেন নিজের আনন্দের কথা। দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথাও উঠে এসেছে সাকিবের লেখায়।
বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ লিখেছেন, ‘বাংলাদেশ ও বাঙ্গালির অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসাবে বাংলাদেশের লালসবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সব সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ।’
গত ১৪ জানুয়ারির রবিবার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে সঙ্গে নিয়ে ঢাকায় আসেন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত, সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ, মাস্টার দা সূর্যসেনের বাড়িতে ফুলের চারা রোপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণ করেন। সফরসূচি অনুযায়ী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ভারতে ফিরে যাবেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















